বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড পেলেন শিরিন শিলা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১ জুলাই, ২০২২, ১ year আগে

বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড পেলেন শিরিন শিলা

বাংলা চলচ্চিত্রের বর্তমান তরুণ প্রজন্মের সম্ভাবনাময়ী নায়িকা শিরিন শিলা। ২০১৪ সালে ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘হিটম্যান’ ছবিটির মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় শিরিন শিলার। প্রথম ছবিতেই তিনি অভিনয় করেন ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের বিপরীতে।

(২৮ জুন) রাজধানীর পাঁচতারকা হোটেল সোনারগাঁওয়ে আয়োজিত বাংলাদেশ ইন্টারন্যাশনাল ফেম অ্যাওয়ার্ড ২০২২ এ সেরা চলচ্চিত্র অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হয়েছেন শিরিন শিলা। বাইফা অ্যাওয়ার্ড ২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ বিভাগের মাননীয় মন্ত্রী জনাব মোস্তফা জব্বার ও এমপি মমতাজের হাত থেকে পুরুষ্কার গ্রহন করেন।

শিরিন শিলা বলেন, পুরস্কার প্রাপ্তি কাজের দায়িত্ব বাড়িয়ে তোলে। ভীষণ ভালো লাগছে। অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি অনুষ্ঠান আয়োজকদের সংশ্লিষ্ট সকলের প্রতি।

এ পর্যন্ত শিরিন শিলা অভিনীত বেশ কিছু ছবি মুক্তি পেয়েছে। তার মধ্যে উল্লেখ্যযোগ্য হল কাশেম মণ্ডলের ‘ক্ষণিকের ভালোবাসা’, শাহীন-সুমনের ‘মিয়া বিবি রাজি’ ও মুশফিকুর রহমান গুলজারের ‘মন জানে না মনের ঠিকানা’, ও মোহাম্মদ আসলামের ‘বেগমজান’। মুক্তির অপেক্ষায় আছে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘সাহসী যোদ্ধা’ এবং মোহাম্মদ আসলামের পরিচালনায় ‘আমার সিদ্ধান্ত’ নামের দুটি ছবি।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news