শুভ জন্মদিন অর্জুন কাপুর

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৬ জুন, ২০২২, ১ year আগে

শুভ জন্মদিন অর্জুন কাপুর

আজ বলিউড অভিনেতা অর্জুন কাপুরের জন্মদিন। ২৬ জুন রবিবার ৩৭ বছরে পা রাখলেন তিনি। অর্জুন কাপুর এশিয়ান অ্যাকাডেমি অফ ফিল্ম অ্যান্ড টেলিভিশনের প্রাক্তন ছাত্র। ২০০৩ সালে কাল হো না হো ছবিতে সহকারী পরিচালক হয়ে তিনি প্রথম চলচ্চিত্র জগতে প্রবেশ করেন। সালাম-এ-ইশক (২০০৭) ছবিতেও তিনি সহকারী পরিচালকের কাজ করেছেন।

হাবিব ফয়সলের ইশকজাদে ছবিতে পরিণীতি চোপরার বিপরীতে তিনি প্রথম অভিনয় করেন। এই ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং সমালোচকদেরও প্রশংসা অর্জন করে।অর্জুন কাপুরের অভিনয়ও এই ছবিতে সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়। বলিউড হাঙ্গামার তরণ আদর্শ বলেন, "অর্জুন কাপুর প্রথম আবির্ভাবেই অসামান্য অভিনয় করেছেন। তাঁর শারীরিক ভাষা অতুলনীয় এবং একটি ছবিতে "আমি-কাউকে-মানি-না" গোছের অভিনয়টিও অসাধারণ।

তাঁর পরবর্তী ছবি আওরঙ্গজেব সম্পর্কে মিশ্র প্রতিক্রিয়া পাওয়া যায়। কইমইয়ের মোহর বসু তাঁর সমালোচনায় লেখেন, "অর্জুন কাপুর দ্বৈত ভূমিকায় দুই রকম। জটিল চরিত্রে অভিনয় করতে গিয়ে তিনি মোটামুটি কোনো ভুল না করেই নিজেকে উপস্থাপনা করেছেন। তাঁর অভিনয়ের মধ্যে প্রতিশ্রুতি আছে, তবে তা মনে রাখার মতো নয়।

২০১৪ সালে তিনি গুন্ডে ছবিতে রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপরার বিপরীতে অভিনয় করেন। এই ছবিতে তিনি গুন্ডা বালার চরিত্রে অভিনয় করেন। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং সমালোচকদেরও প্রশংসা পায়। অর্জুন কাপুরের অভিনয়ও রণবীর সিং ও প্রিয়াঙ্কা চোপরার সঙ্গে সঙ্গে প্রশংসিত হয়। এরপর তিনি করণ জোহর ও সাজিদ নাদিয়াদওয়ালার যৌথ প্রযোজনা টু স্টেটস ছবিতে আলিয়া ভাটের বিপরীতে অভিনয় করেন।

চেতন ভগতের উপন্যাস অবলম্বনে নির্মিত এই ছবিটি ২০১৪ সালের এপ্রিল মাসে মুক্তি পায়। ডিএনএ-এর সরিতা তানওয়ারের মতে, এই ছবিতে অর্জুন কাপুরের অভিনয় বেশ প্রশংসনীয় এবং তার আগের কাজগুলির তুলনায় অনেক ভাল। ডেকান ক্রনিকলের কুসুমিতা দাস লেখেন, "অভিনেতা হিসেবে অর্জুন পুত্র, প্রেমিক ও জামাইয়ের চরিত্রে ভিন্ন ভিন্ন মাত্রা দিয়েছেন। মায়ের প্রিয় অথচ বাপে খেদানো ছেলের ভূমিকাতেও তাঁর অভিনয় বেশ গভীর।

এরপর অর্জুন গুন্ডে (২০১৪) নামক অ্যাকশন চলচ্চিত্রে এক কয়লা চোর, ২ স্টেটস (২০১৪) নামক রোম্যান্স চলচ্চিত্রে এক উচ্চাকাঙ্ক্ষী লেখক এবং কি অ্যান্ড কা (২০১৬) নামক রোম্যান্টিক কমেডি চলচ্চিত্রে এক ঘরে-থাকা স্বামীর ভূমিকায় অভিনয় করেন।

তিনটি ছবিই বিশ্বব্যাপী একশো কোটি টাকারও বেশি অর্থ উপার্জন করতে সক্ষম হয়। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি অর্জুন ২০১৫ সালে ১৬শ আইআইএফএ পুরস্কার অনুষ্ঠানে এবং ২০১৬ সালে ফিয়ার ফ্যাক্টর: খতরোঁ কে খিলাড়ি নামক টেলিভিশন শো-তে সঞ্চালকের ভূমিকা পালন করেন।আজ এই অভিনেতা জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news