বানভাসি মানুষের পাশে দাঁড়ালেন মান্না ফাউন্ডেশন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৫ জুন, ২০২২, ১ year আগে

বানভাসি মানুষের পাশে দাঁড়ালেন মান্না ফাউন্ডেশন

ঢাকাই ছবির পর্দা কাঁপানো নায়ক ছিলেন প্রয়াত চলচ্চিত্র অভিনেতা মান্না। খেটে খাওয়া মানুষের নায়কি ছিলেন তিনি। মৃত্যুর আগ পর্যন্ত উপহার দিয়ে গেছেন অসংখ্য ব্যবসা সফল ছবি।

এই অভিনেতার অকাল প্রয়াণে যে ক্ষতি হয়েছিলো চলচ্চিত্র শিল্পের তা আজও কাটিয়ে উঠতে পারেনি বিএফডিসি। মান্নান মৃত্যুর পর তার পরিবার মান্না ফাউন্ডেশন নামে একটি সংগঠন প্রতিষ্ঠিত করে সমাজসেবা ও মানবকল্যানে কাজ করে যাচ্ছে। শুরু থেকে এর চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন মান্নার স্ত্রী শেলী মান্না। সময়ের কালস্রোতে সংগঠনটির কর্মপরিধি বেড়েছ। এবার সিলেটের বানভাসি মানুষের পাশে দাঁড়ালেন মান্না ফাউন্ডেশন।

মান্নার স্ত্রী শেলী মান্না ফেসবুকে লিখেছেন:দেশ ভাসছে বন্যায়, নিজ ভিটা ছেড়ে মানুষ আজ যাযাবর। বুকের শব্দে শুনি শিশুর চিৎকার, মানুষের হাহাকারে চেতনায় কষ্টের ক্ষরণ। আমরাও স্থির নেই, বিগত সময়ে মান্না ফাউন্ডেশন থেকে বন্যার্তদের সহযোগিতা করা হয়েছে, এবারও বসে নেইশেলী মান্না বলেন, প্রাকৃতিক দুর্যোগের কারণে আমাদের দেশের লাখ লাখ মানুষ আজ অসহায়।

বন্যাকবলিত এলাকার মানুষ কীভাবে দিন যাপন করছে তা আমরা বিভিন্ন মাধ্যমে দেখছি। আমারা যেহেতু পূর্বেও সহযোগিতা করেছি নিজ অর্থায়ন থেকে, এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। বন্যা ও বন্যাপরবর্তী সময়ে সংকট মোকাবিলা করার জন্য আমরা এ উদ্যোগ নিয়েছি। এ ছাড়া তহবিল গঠনের জন্য সহযোগিতারও অনুরোধ জানিয়েছেন তিনি।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news