শুভ জন্মদিন চিত্রনায়িকা শায়লা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২১ জুন, ২০২২, ১ year আগে

শুভ জন্মদিন চিত্রনায়িকা শায়লা
চিত্রনায়িকা শায়লা

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা শাহরিয়ার ইসলাম শায়লা। নব্বই দশকের শেষ দিকে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন শায়লা। ওরা কারা’ চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে যাত্রা শুরু করেন শায়লা। তার অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র ‘নষ্টা মেয়ে’।

তার অন্যান্য চলচ্চিত্রের মধ্যে ‘সর্দার’, ‘ফুটপাতের শাহেনশাহ’, ‘জ্বলন্ত নারী’, ‘ছিন্ন ভিন্ন’, ‘তেজী মেয়ে’, ‘যৌথ হামলা’ ইত্যাদি উল্লেখযোগ্য। তাকে আলেকজান্ডার বো, অমিত হাসান, মেহেদী, সোহেলদের বিপরীতে অভিনয় করতে দেখা যায়।

মোট ষাটটি ছবিতে অভিনয় করেন তিনি। ছোটবেলায় বেশ দুরন্ত স্বভাবের ছিলেন শায়লা। তবে পড়ালেখা ও স্কুলের সাংস্কৃতিক অনুষ্ঠানে তিনি ছিলেন সেরা। সব সময়ই প্রথম বা দ্বিতীয় হতেন। অভিনয় ও রাজনীতিতেও বেশ সুনাম কুড়িয়েছেন। রাজনীতিতে পুরোপুরি যুক্ত হয়ে গেলে শিল্প অঙ্গনে তেমন সময় দিতে পারেননি।

২০১৬ সালে আওয়ামী লীগের ঘাঁটি হিসাবে পরিচিত ফরিদপুরের ভাঙ্গা থেকে উপজেলা নির্বাচনে মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচন করেন। তিনি বিএনপি’র প্রার্থী হিসেবে সেখান থেকে ২৩ হাজার ৩৪১ ভোট পেয়েছেন। মাত্র কয়েক মাস কাজ করে তিনি এই বিপুল সংখ্যক ভোট পেয়েছেন।

শায়লা লন্ডনের ওয়েস্ট মিনিষ্টার ইউনিভার্সিটি থেকে বিজনেস ইকোনোমিক্সে পড়ালেখা করেছেন। ঢাকার ইস্টার্ণ ইউনিভার্সিটি থেকে এল এলবি অনার্স কমপ্লিট করেছেন। শায়লা ১৯৯৮ সাল থেকে বিএনপি’র রাজনীতির সঙ্গে যুক্ত হন। তিনি ছাত্রদল ও জাসাসের সঙ্গে কাজ করছেন। জাসাসের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতিও তিনি। এছাড়া এমনেস্টি ইন্টারন্যাশনালের সঙ্গেও যুক্ত শায়লা।

আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো শুভ জন্মদিন।

পত্রিকাএকাত্তর / মাসুদ পারভেজ

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news