সিলেটে ভয়াভয় বন্যা, পাশে দাঁড়ালেন "অমানুষ" টিম

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৮ জুন, ২০২২, ১ year আগে

সিলেটে ভয়াভয় বন্যা, পাশে দাঁড়ালেন "অমানুষ" টিম

সিলেট ও সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি ভয়াবহ অবনতি দিকে। ফলে পানিবন্দি হয়ে পড়েছেন কয়েক লাখ মানুষ। দেখা দিয়েছে খাদ্য সংকটও। বন্যার পানি উঠে যাওয়ায় পুরো সিলেট ও সুনামগঞ্জ জেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেয়া হয়েছে। বন্যাদুর্গতদের উদ্ধারকাজে নেমেছেন সেনা ও নৌবাহিনীর সদস্যরা। এবার বানভাসি মানুষের পাশে দাঁড়ালেন "অমানুষ" ছবির টিম। ১৭ জুন শুক্রবার দেশের ৪১টি প্রেক্ষাগৃহ পেয়েছে নির্মাতা অনন্য মামুন পরিচালিত সিনেমা ‘অমানুষ’। দর্শকের মাঝে বেশ সাড়াও ফেলেছে নিরব-মিথিলা অভিনীত সিনেমাটি।

মুক্তির এক দিন পরই বড় একটি ঘোষণা দিলেন পরিচালক অনন্য মামুন। আজ ১৮ জুন শনিবার দুপুরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘অমানুষ’ সিনেমার প্রথম সপ্তাহের টিকিটের সব টাকা সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তদের দান করে দেয়ার ঘোষণা দেন তিনি।

‘অমানুষ’ সিনেমার পোস্টার সংবলিত একটা কার্ড পোস্ট করেছেন পরিচালক। সেখানে লেখা হয়েছে, অমামুষ সিনেমার প্রথম সপ্তাহের টিকিট বিক্রয়ের সব টাকা দান করা হবে সিলেটের বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে। ক্যাপশনে তিনি লেখেন, চলুন সবাই মিলে পাশে দাঁড়ায়।

নিজের ভেরিফায়েড পেজে একই পোস্ট করেছেন এই সিনেমার অভিনেতা চিত্রনায়ক নিরব। ক্যাপশনে তিনি লেখেন, চলুন আমরা সবাই বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়ায়।

অমানুষ সিনেমায় মিথিলা-নিরব ছাড়াও অমানুষ-এ রয়েছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, নওশাবা, রাশেদ মামুন অপু, ডনসহ অনেকেই।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news