স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী মহিমা চৌধুরী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১২ জুন, ২০২২, ১ year আগে

স্তন ক্যানসারে আক্রান্ত অভিনেত্রী মহিমা চৌধুরী

মাহিমা চৌধুরী একজন ভারতীয় অভিনেত্রী এবং নেপালী বংশদ্ভু প্রাক্তন মডেল। তিনি ১৯৯৭ সালের পরদেশ চলচ্চিত্রের মাধ্যমে অভিনয়ে আত্মপ্রকাশ ঘটান; যার জন্য তিনি শ্রেষ্ঠ নারী চরিত্রে আত্মপ্রকাশের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতে নেন।

বলিউডের এই জনপ্রিয় অভিনেত্রী মহিমা চৌধুরী স্তন ক্যানসারে আক্রান্ত। সোশ্যাল মিডিয়ায় তিনি নিজেই তার এই অসুস্থতার খবর জানালেন। মহিমা চিকিৎসা চলার মাঝেই অভিনেতা অনুপম খেরকে প্রথম জানিয়েছিলেন তিনি ক্যানসারে আক্রান্ত। অভিনেতা অনুপম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করলেন। একটি ভিডিও প্রকাশ করে এই হৃদয় বিদারক খবরটি জানিয়েছেন।

অনুপম খের ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেছেন । ইনস্টাগ্রামের সেই ভিডিওর ক্যাপশনে অভিনেতা লিখেছেন, মহিমা চৌধুরীর সাহস এবং ক্যানসারের কাহিনি: এক মাস আগে আমেরিকা থেকে ফোন করেছিলাম ওঁকে। আমার ৫২৫তম ছবি ‘দ্য সিগনেচার’-এ ও অভিনয় করুক চেয়েছিলাম।

তখনই ও কথায় কথায় জানাল, স্তন ক্যানসারে আক্রান্ত। তখনই বুঝলাম, ওঁর মনের জোর সারা বিশ্বের অসংখ্য মহিলাকে আশার আলো দেখাতে পারে। ও চেয়েছিল আমিই যেন এই খবরটা সবার আগে সকলকে জানাই। মহিমা, তুমিই আমার হিরো। বন্ধুরা, সবাই ওঁকে ভালবাসা, শুভেচ্ছা, সুস্থতা কামনায় ভরিয়ে দাও। ও আবার ফিরে এসেছে সেটে। প্রযোজক-পরিচালকেরা, আবার সময় এসেছে ওঁর দুর্দান্ত অভিনয়কে কাজে লাগানোর।

ভিডিওটিতে স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার খবর নিজে মুখে স্বীকার করেন মহিমা এবং কেমোথেরাপির কারণে চুল পড়ে গেছে। তাঁর শরীরেও অসুস্থতার ছাপ লক্ষ করা গেছে। দীর্ঘমেয়াদি চিকিৎসার কারণে শরীর ভাঙলেও, সাহস একটুও কমেনি তাঁর। অভিনেত্রী যেন আগের মতোই গ্রেসফুল! অসুস্থতার কথা বলতে গিয়েই কেঁদে ফেলেন মহিমা। কিন্তু সুস্থ হয়েই ফিরতে চান বিনোদন দুনিয়ায়। তাঁর এই জেদ, সাহস এবং মননকেই কুর্নিশ জানিয়েছেন অনুপম।

এই মুহূর্তে অভিনেত্রীর চিকিত্‍সা চলছে। অনুপম খের তাঁর একটি ছবিতে মহিমাকে অভিনয়ের জন্য ডেকেছিলেন। সেখানেই মহিমা জানান তিনি ক্যানসারে আক্রান্ত। আশা ছাড়েননি মহিমা। লড়াই জারি। ওই ভয়ঙ্কর রোগটাকে দূরে সরিয়ে ফের প্রাণ ভরে নিঃশ্বাস নিতে হবে।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news