আমি আর রবীন্দ্রসঙ্গীত গাইবো না হিরো আলম

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১১ জুন, ২০২২, ১ year আগে

আমি আর রবীন্দ্রসঙ্গীত গাইবো না হিরো আলম

ফেসবুক বা ইউটিউবের আলোচিত মুখ আশরাফুল আলম ওরফে হিরো আলম। শোবিজ অঙ্গনে পা রাখার পর থেকেই তাকে ঘিরে হয়েছে নানা সমালোচনা। অভিনয়ে তার অগাধ আগ্রহকে মানুষ যেমন সাধুবাদ জানিয়েছে, তেমনই তাকে ঘিরে হয়েছে বিতর্ক। সম্প্রতি ‘আমারও পরানো যাহা চায়’ রবীন্দ্রসঙ্গীত গেয়েছেন হিরো আলম।

গানটি প্রকাশ্যে আসার পরই তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি। হিরো আলমের রবীন্দ্র সংগীত গাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন সে দেশের শিল্পী মণি চৌধুরী। তাঁর প্রশ্ন, এটাকে (হিরো আলম) থামানোর কী কেউ নেই? আমাদের সংগীতাঙ্গন কী এতটাই অভিভাবকহীন?' সোশাল মিডিয়ায় দীর্ঘ পোস্ট লিখেছেন হিরো আলমের এই বেসুরো কর্কষ গান নিয়ে। মণি সরাসরি লেখেন গানকে 'ধর্ষণ' করছেন হিরো আলম।

কেউ কেউ হিরো আলমের নামে মামলা করার হুমকিও দিয়েছেন। যদিও এ বিষয় নিয়ে হিরো আলমের মন্তব্য, আমি অনেক গান গেয়েছি। কিন্তু রবীন্দ্রসঙ্গীত আসলে গাইনি। আপনারা যেটা দেখতেছেন, সেটা তো অল্প একটু গাইছি। একটা পিকনিকে গেছিলাম, সেখানে গাইছি। এইভাবে রবীন্দ্রসঙ্গীত গাইলে তো আমার নামে মামলা হয়ে যাবে। আমি শখ করে গাইছি, ওইটা অফিশিয়াল না। ভুল হয়ে গেছে, আমি আর রবীন্দ্রসঙ্গীত গাইবো না।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news