পদ্মা সেতুকে নিয়ে গান গাইলেন আঁখি আলমগীর

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৭ জুন, ২০২২, ১ year আগে

পদ্মা সেতুকে নিয়ে গান গাইলেন আঁখি আলমগীর

অবশেষে উন্মুক্ত হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত স্বপ্নের পদ্মা সেতুর। আগামী ২৫ জুন সকাল দশটায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেতুর উদ্বোধন করবেন। এ নিয়ে চলছে নানা আয়োজন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) তৈরি করেছে 'পদ্মা সেতু' শিরোনামে গান।

এতে কণ্ঠ দিয়েছেন আঁখি আলমগীর।'পদ্মা সেতুর বিজয়গাথা, ইতিহাসে বিস্ময়, শেখ হাসিনা দেখিয়ে দিলেন কেমন করে এগিয়ে যেতে হয়'- এ রকম কথায় গানটি লিখেছেন মোকাম আলী খান।

সুর ও সংগীত পরিচালনায় মিল্টন খন্দকার। মাইটিভির অডিও স্টুডিওতে সম্প্রতি এর রেকর্ডিং হয়েছে। এ প্রসঙ্গে আঁখি আলমগীর বলেন, 'পদ্মা সেতু একটি স্বপ্নের নাম। স্বপ্ন এখন বাস্তব হয়ে ধরা দিয়েছে। এই সেতুর সঙ্গে জড়িয়ে আছে আবেগ-অনুভূতি। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।

জানা গেছে, আঁখি আলমগীর ছাড়াও এতে কণ্ঠ দিয়েছেন কিশোর, কোনাল, রাজীব, সাব্বির জামান ও ঝিলিক। আগামী শনিবার পদ্মা সেতু এলাকায় গানটির দৃশ্যধারণ হবে। আর ভিডিও নির্দেশনায় দিবেন মাহবুবা ফেরদৌস।

আঁখি ১৯৮৪ সালে আমজাদ হোসেন পরিচালিত ভাত দে চলচ্চিত্রে কিশোরী জরি চরিত্রে অভিনয় করেন। এতে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ শিশু শিল্পী বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। আঁখি প্রথম চলচ্চিত্রে প্লেব্যাক করেন বিদ্রোহী বধূ (১৯৯৪) চলচ্চিত্রে। তখন তিনি দ্বাদশ শ্রেণিতে পড়াশুনা করতেন। ১৯৯৬ সালে আঁখি আলাউদ্দিন আলীর সুরে সত্যের মৃত্যু নেই চলচ্চিত্রের গানে কণ্ঠ দেন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news