শুভ জন্মদিন অভিনেত্রী জেনিফার উইঙ্গেট

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৩০ মে, ২০২২, ১ year আগে

শুভ জন্মদিন অভিনেত্রী জেনিফার উইঙ্গেট

জেনিফার উইঙ্গেট হলেন একজন ভারতীয় টিভি অভিনেত্রী, যিনি সরস্বতীচন্দ্র ধারাবাহিকে কুমুদ দেশাই, বেয়হাধ ধারাবাহিকে মায়া মেহরোত্রা এবং বেপান্নাহ ধারাবাহিকে জয়া সিদ্দিকি চরিত্রে অভিনয়ের জন্য পরিচিত।

১৯৯৫ সালে আকেলে হাম আকেলে তুম চলচ্চিত্রে ছোট বালিকার চরিত্রে অভিনয়ের মাধ্যমে তিনি অভিনয় জগতে পা রাখেন। এর দুই বছর পর ১৯৯৭ সালে রাজা কি আয়েগি বারাত চলচ্চিত্রে বিদ্যালয়ের এক শিশুর চরিত্রে অভিনয় করেন।

এরপর, ১২ বছর বয়সে রাজা কো রানী সে পেয়ার হো গায়া চলচ্চিত্রে শিশু চরিত্রে অভিনয় করেন।এরপর তিনি ১৪ বছর বয়সে শিশু চরিত্রে কুছ না কাহো চলচ্চিত্রে অভিনয় করেন।বড় হবার পর তিনি বিভিন্ন ভারতীয় টিভি অনুষ্ঠানে কাজ করেছেন।

তিনি সমালচোকদের রায় সরস্বতীচন্দ্র ধারাবাহিকে অভিনয়ের জন্য সমালোচকদের রায়ে ইন্ডিয়ান টেলিভিশন একাডেমি অ্যাওয়ার্ডে সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।২০১৬ সালে তিনি সনি টিভির বেয়হাধ ধারাবাহিকে অভিনয় করেন। ২০১৮ সালে তিনি কালার্স টিভির বেপান্নাহ ধারাবাহিকে জয়া সিদ্দিকির চরিত্রে অভিনয় করেছিলেন। তিনি সবচেয়ে বেশি পারিশ্রমিকপ্রাপ্ত ভারতীয় টিভি অভিনেত্রীদের মধ্যে অন্যতম।

যুক্তরাজ্যভিত্তিক সংবাদপত্র ইস্টার্ন আই ২০১২ সালে তাকে ৫০ জন আবেদনময়ী এশীয় নারীর তালিকায় রেখেছিল।২০১৩ সালে ইস্টার্ন আই তাকে সবচেয়ে আবেদনময়ী এশীয় নারীর তালিকায় পনের নম্বরে রেখেছিল। তাকে টেলিভিশনের সেরা দশ অভিনেত্রীর তালিকায় রেখেছিল রেডিফ।

তাকে ৩৫ জন আবেদনময়ী ভারতীয় টেলিভিশন অভিনেত্রীর তালিকায় রেখেছিল মেনসএক্সপি.কম।২০১৭ সালে তাকে ভারতীয় টেলিভিশন অভিনেত্রীদের মাঝে সবচেয়ে আকাঙ্ক্ষিত নারীর তালিকায় শীর্ষস্থানে রেখেছিল টাইমস অব ইন্ডিয়া।২০১৮ সালে তাকে সবচেয়ে আবেদনময়ী এশীয় নারীর তালিকায় ১৩ নম্বরে রেখেছিল ইস্টার্ন আই।

২০১৮ সালে তিনি ও বেপান্নাহ ধারাবাহিকে তার বিপরীতে অভিনয় করা হারশাদ চোপড়া টাইমস অব ইন্ডিয়ার জরিপে সেরা অনস্ক্রিন জুটি নির্বাচিত হন। ২০১৭ সালে বিজ এশিয়া র করা সবচেয়ে আকাঙ্ক্ষিত টিভি অভিনেত্রীর তালিকায় শীর্ষস্থানে ছিলেন তিনি। ২০১৮ সালে তিনি ছিলেন ঐ তালিকার দ্বিতীয় স্থানে ছিলেন তিনি। এছাড়াও, ২০১৮ সালে বিজ এশিয়া র করা সেরা টিভি ব্যক্তিত্বের তালিকায় তিনি ছিলেন চতুর্দশ স্থানে।

জেনিফার উইঙ্গেট পাঞ্জাবি মা ও মহারাষ্ট্রীয় খ্রিষ্টান বাবার সন্তান। জেনিফার উইঙ্গেটকে তার নামের কারণে প্রায়শই অভারতীয় বংশোদ্ভূত বলে মনে করা হয়।তিনি ২০১২ সালের ৯ এপ্রিল করণ সিং গ্রোভারের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন। ২০১৪ সালের নভেম্বরে তাদের মাঝে বিচ্ছেদ ঘটে।

জেনিফার উইঙ্গেট ৩০ মে ১৯৮৫ জন্মগ্রহণ করেন। আজ এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news