শুভ জন্মদিন চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৫ মে, ২০২২, ১ year আগে

শুভ জন্মদিন চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান

সোহানুর রহমান সোহান হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র পরিচালক।সোহান ১৯৭৭ সালে পরিচালক শিবলি সাদিকের সহকারী হিসেবে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু করেন। পরবর্তীতে তিনি শহীদুল হক খানের কলমিলতা (১৯৮১), এজে মিন্টুর অশান্তি (১৯৮৬) ও শিবলি সাদিকের ভেজা চোখ (১৯৮৮) চলচ্চিত্রে সহকারী হিসেবে কাজ করেন।

একক ও প্রধান পরিচালক হিসেবে তার প্রথম চলচ্চিত্র বিশ্বাস অবিশ্বাস (১৯৮৮)। পরিচালনায় তার প্রথম সফলতা আসে কেয়ামত থেকে কেয়ামত (১৯৯৩) দিয়ে। এটি হিন্দি কেয়ামত সে কেয়ামত থক (১৯৮৮) এর পুনঃনির্মাণ।

সোহান পরিচালিত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলঃ

বিশ্বাস অবিশ্বাস (১৯৮৮)

বেনাম বাদশা (১৯৯২)

কেয়ামত থেকে কেয়ামত (১৯৯৩)

আখেরি রাস্তা (১৯৯৪)

বিদ্রোহী কন্যা (১৯৯৬)

স্বজন (১৯৯৬)

আমার ঘর আমার বেহেশত (১৯৯৭)

আমার দেশ আমার প্রেম (১৯৯৮)

মা যখন বিচারক (১৯৯৮)

অনন্ত ভালবাসা (১৯৯৯)

কিলার (২০০০)

সত্যের বিজয় (২০০৩)

স্বামী ছিনতাই (২০০৪)

বলো না ভালোবাসি (২০০৫)

বৃষ্টি ভেজা আকাশ (২০০৭)

কথা দাও সাথী হবে (২০০৭)

আমার জান আমার প্রাণ (২০০৮)

পরাণ যায় জ্বলিয়া রে (২০১০)

কোটি টাকার প্রেম (২০১১)

দ্যা স্পিড (২০১২)

সে আমার মন কেড়েছে (২০১২)

এক মন এক প্রাণ (২০১২)

লোভে পাপ পাপে মৃত্যু (২০১৪)

ভাল লাগার চেয়েও একটু বেশি

জেদী (২০২২)ছুরি

আজ ১৫ অক্টোবর নির্মাতা সোহানুর রহমান সোহানের জন্মদিন। ১৯৬২ সালের ১৫ অক্টোবর জন্মগ্রহন করেন তিনি। পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে তাকে জন্মদিনের শুভেচ্ছা।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news