আজ অভিনেত্রী টিনা খানের জন্মদিন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৫ মে, ২০২২, ১ year আগে

আজ অভিনেত্রী টিনা খানের জন্মদিন
অভিনেত্রী টিনা খান

টিনা খান একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী ও প্রযোজক ছিলেন। তিনি প্রায় ২৫ টি চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। টিনা খান ১৯৬৬ সালের ২৫ মে চুয়াডাঙ্গায় জন্মগ্রহণ করেন। তার আসল নাম ছিল ফিরোজা রহমান টিনা। নবম শ্রেণীতে পড়াকালীন সময়ে তার সাথে মোয়াজ্জেম হোসেনের বিয়ে হয়।

ঢাকায় আসার পর তিনি আবদুল্লাহ আল মামুনের নাট্যদলে কাজ শুরু করেন। পরবর্তীতে, তিনি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। তিনি ১৯৮৫ সালে মুক্তিপ্রাপ্ত প্রিন্সেস টিনা খান চলচ্চিত্রের জন্য পরিচিত। নায়িকা হিসেবে তাঁর প্রথম অভিনীত চলচ্চিত্র ছিল এহতেশাম-এর ‘বিমানবালা’ (অসমাপ্ত)।তিনি চলচ্চিত্রটি প্রযোজনাও করেছিলেন। চলচ্চিত্রটি নির্মিত হয়েছিল যাত্রাশিল্পীদের জীবনকাহিনি অবলম্বনে।

তিনি যেসব ছবিতে অভিনয় করেন সেগুলোর মধ্যে উল্লেখযোগ্য- মৌচোর, লাগাম, আল হেলাল, মধুমালতী, আলী আসমা, রজনীগন্ধা, গৃহলক্ষী, শাহীচোর, সোহাগ মিলন, ইজ্জত, ধর্ম আমার মা, ইন্সপেক্টর, সময় কথা বলে, প্রিন্সেস টিনা খান (প্রযোজনাও করেন), আশা নিরাশা, দুই জীবন, হাতকড়া, অগ্নিকন্যা, আয়না বিবির পালা, সহযাত্রী, এরই নাম প্রেম, একাই একশো, প্রভৃতি।

টিনা খান ১৯৮৯ সালের ২০ জানুয়ারি সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। তাকে ত্রয়োদশ জাতীয় চলচ্চিত্র পুরস্কারের আসরে মরণোত্তর বিশেষ পুরস্কার প্রদান করা হয়েছিল।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news