এতিম ছেলেদের মাঝে খাবার বিতরণ করেন- ওমর সানি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৫ মে, ২০২২, ১ year আগে

এতিম ছেলেদের মাঝে খাবার বিতরণ করেন- ওমর সানি

ঢাকাই সিনেমার নব্বই দশকের জনপ্রিয় অভিনেতা ওমর সানি। ১৯৯২ সালে নুর হোসেন বলাইর এই নিয়ে সংসার চলচ্চিত্রের মাধ্যমে তার চলচ্চিত্র শিল্পে অভিষেক ঘটে। ১৯৯৪ সালে দিলীপ বিশ্বাসের দোলা চলচ্চিত্রে প্রথমবারের মতো মৌসুমীর বিপরীতে অভিনয় করেন তিনি।

তিনি বিভিন্ন সময় সামাজিক কাজও করেন। এমনকি তার ভক্তরা তাকে দেখে উৎসাহিত হয়ে নানান ধরনের সামাজিক কাজে অংশ নেন। তারই ধারাবাহিকতায় এবার ভিন্ন এক কাজ করলেন তিনি। সোমবার (২৩ মে) এই অভিনেতার মায়ের মৃত্যুবার্ষিকী। মাকে হারানোর দিনে বৃদ্ধাশ্রম ও এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ ও দোয়া-মাহফিলের আয়োজন করেন এই নায়ক।

গাজীপুরের কাপাসিয়ার আবদুল আলী নামের বৃদ্ধাশ্রমের মা-বাবা ও তাহসিমুল কোরআন নামের হাফিজিয়া মাদ্রাসার এতিম ছেলেদের মাঝে খাবার বিতরণ করেন। এ সময় বৃদ্ধাশ্রমের এক মায়ের চোখের অপারেশন, আরেকজনের চিকিৎসাসহ হাফেজিয়া মাদ্রাসার সমস্ত ছেলে মেয়েদের ইউনিফর্ম তৈরি করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, আমি একদিন ছোট ছিলাম বড় হয়েছি, বেশ বড়, কেউ ভাই বলে, কিছু অংশ আঙ্কেল, আমার সাথে যাকে দেখছেন তার এক সময় শক্তি সামর্থ্য ছিল যৌবনের শক্তি ছিল, আজ নেই।

একদিন আমারও থাকবে না, আর আপনি যে আমার লেখাটা পড়ছেন আপনি একটু ভাবুন তো আপনার কি হবে, শরীরের অহংকার হিংসা পাওয়ার সব ভুলে যাই সহযোগিতা করি, আল্লাহ আমাদের হেফাজত করুন।

তিনি আরও বলেন, সারাদিন গাজীপুর কাপাসিয়া গ্রাম বীর উজলী, টোক ইউনিয়ন, বৃদ্ধাশ্রম এবং হেফজখানায়, আল্লাহ আমাদের কবুল করুন আমার মাকে জান্নাত নসিব করুন, ধন্যবাদ ওমর সানী ফ্যান ক্লাব কে।

১৯৯৬ সালের ২ আগস্ট ওমর সানী জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই দম্পতির ফারদিন এহসান স্বাধীন নামের এক ছেলে ও ফাইজা নামে এক মেয়ে রয়েছে।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news