ভারতে আজীবন সম্মাননা পুরস্কার পেলেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২২ মে, ২০২২, ১ year আগে

ভারতে আজীবন সম্মাননা পুরস্কার পেলেন ইলিয়াস কাঞ্চন

ইলিয়াস কাঞ্চন একজন বাংলাদেশী চলচ্চিত্র ও নাট্য অভিনেতা এবং ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।

ভারত থেকে এবার তিনি পেলেন বাংলাদেশর কিংবদন্তি নায়করাজ রাজ্জাকের নামে আজীবন সম্মাননা পুরস্কার। শনিবার (২১ মে) ৭ম বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অব কমার্স (বিএফটিসি) নামের আয়োজনে কলকাতার একটি পাঁচতারকা হোটেলে এই সম্মাননা প্রদান করা হয়।

সম্মাননা পাওয়ার পর ইলিয়াস কাঞ্চন বলেন, এটা আমার কাজের স্বীকৃতি বলেই ধরে নিলাম। এরজন্য আমি সবার প্রতি কৃতজ্ঞ। তবে যে মানুষটির নামে এই সম্মাননা পেলাম, তিনি আমাকে সন্তানতুল্য মনে করতেন।

তাই নয়, আমায় তিনি বলেছিলেন- এক সময় আমার জায়গায় যদি কেউ আসে সে হবে ইলিয়াস’। এতটাই তিনি আমাকে ভালোবাসতেন। ওনার সন্তানরাও অভিনয় জগতে আছেন, কিন্তু তাদের নিয়ে এমন কথা কখনও বলেননি। আমার জন্য বলেছিলেন। সেই মানুষটার নামে এই সম্মান নিতে পেরে ভালো লাগছে। আসলে এটা আমার ভাগ্য।

অনুষ্ঠানে বাংলাদেশের পাশাপাশি উপস্থিত ছিলেন কলকাতার বিনোদন জগতের তারকারা। উপস্থিত ছিলেন বাংলাদেশের

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news