আজ অভিনেতা মুকিত জাকারিয়া'র জন্মদিন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৯ মে, ২০২২, ২ years আগে

আজ অভিনেতা মুকিত জাকারিয়া'র জন্মদিন
অভিনেতা মুকিত জাকারিয়া

বাংলাদেশের টেলিভিশন এবং সিনেমা দর্শকদের কাছে মুকিত জাকারিয়া একটি জনপ্রিয় নাম। অভিনয়ের পাশাপাশি অনেকগুলো বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েও তিনি দর্শকদের ভালোবাসা কুড়িয়েছেন। বিনোদন জগতের সবার কাছেও মুকিত জাকারিয়া একটি প্রিয় নাম। মিডিয়ার সবাই তাঁকে ভালোবাসেন আপনজন জানেন।

বিজ্ঞাপন মিডিয়ায় তাকে নিয়ে আসার পেছনে প্রধান ভূমিকা চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর। টিভি নাটক ও টেলিফিল্মে অভিনয় করার পাশাপাশি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন মুকিত জাকারিয়া। ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকান্ডের সাথে জড়িত ছিলেন মুকিত।

গান-বাজনা করতেন, চেয়েছিলেন সবসময়ই সাংস্কৃতিক কর্মকান্ডে জড়িত থাকবেন। চট্টগ্রামে রুটস ব্যান্ডের সদস্য ছিলেন। কিন্তু কাছের মানুষদের অবহেলা গঞ্জনা তার মধ্যে অভিমানের জন্ম দেয় এবং এই অভিমান থেকেই তিনি মিডিয়ায় আসেন।

তার অভিনীত জনপ্রিয় বিজ্ঞাপনচিত্রের মাঝে বাংলালিংক মিসকল মফিজের গল্প, কনফিডেন্স লবন, সিটিসেল বড় নাম, ফ্রেসজেল, সিটিসেল মিউজিক বক্স, র‌্যাংগসটেল ফোন ইত্যাদি অন্যতম।

বিজ্ঞাপনে অভিনয় করতে গিয়ে সঞ্চিত নানা রকম অভিজ্ঞতা নিয়ে একটি বই লেখার পরিকল্পনা রয়েছে মুকিত জাকারিয়ার। ব্যক্তিগত জীবনে বিবাহিত মুকিত জাকারিয়ার স্ত্রী মেরী দেশের শীর্ষস্থানীয় বিজ্ঞাপনী সংস্থা ইউনিট্রেন্ডের ব্র্যান্ড ডিরেক্টর হিসেবে কর্মরত আছেন।

মুকিত জাকারিয়া প্রথম সিনেমাতে অভিনয় করেন মোস্তফার সরয়ার ফারুকীর নির্দেশনায় ‘টেলিভিশন’ সিনেমায়। পরবর্তীতে ‘পিঁপড়া বিদ্যা’সহ আরো ৫/৬টি সিনেমায় অভিনয় করেন। নোয়াখালীর বেগমগঞ্জ থানার হাজীপুর গ্রামে জন্ম মুকিত জাকারিয়ার। মুকিতের বাবা প্রয়াত ইঞ্জি. আব্দুল মান্নান।

২০০৮ সালে শরাফ আহমেদ জীবনের শাড়ি’র মাধ্যমে নাটকে অভিষেক ঘটে মুকিতের। এর পর গত ১৩ বছরে ৭৫০টিরও বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। প্রায় একডজন সিনেমায়ও দেখা গেছে তাকে। আজ ১৯ মে এই অভিনেতা জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো শুভ জন্মদিন।

পত্তিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news