ঢাকায় ফিরেই 'পাপ' করবেন ইয়ামিন হক ববি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৮ মে, ২০২২, ১ year আগে

ঢাকায় ফিরেই 'পাপ' করবেন ইয়ামিন হক ববি

ইয়ামিন হক ববি একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। তার প্রথম সিনেমা খোঁজ-দ্য সার্চ যা ২০১০ সালের ১৬ এপ্রিল মুক্তি পায়। বর্তমানে টেলিসিনে সোসাইটি আয়োজিত ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে যোগ দিতে ওপার বাংলায় গিয়েছেন ববি। দেশে ফিরেই ‘পাপ’ সিনেমার শুটিংয়ে অংশ নেবেন বলে জানিয়েছেন ববি।

চলচ্চিত্র নির্মাতা সৈকত নাসির নির্মাণ করছেন ‘পাপ’ সিনেমা। এতে ববির বিপরীতে অভিনয় করছেন চিত্রনায়ক জিয়াউল রোশান। এরই মধ্যে বেশ কিছু দৃশ্যের কাজ হয়েছে।

নির্মাতা সৈকত নাসির বলেন, লম্বা সময় ধরে জাজের সিনেমা নির্মাণ করা হয় না। এবার বিরতি ভেঙে ‘পাপ’ সিনেমার কাজ শুরু করেছি। আজিজ ভাই চিত্রনাট্য লিখেছেন, এটা আরও আনন্দের। এ সিনেমায় ববি, রোশান অভিনয় করছেন প্রধান দুটি চরিত্রে।

ববি বলেন, আমি এখন কলকাতায় আছি। এখন থেকে দু-একদিনের মধ্যে ঢাকায় ফিরবো। দেশে ফিরেই ‘পাপ’ সিনেমার শুটিংয়ে অংশ নেব। ঢাকার বিভিন্ন লোকেশনে এর দৃশ্যধারণের কাজ হবে।

রোশান-ববি ছাড়াও অভিনয় করছেন নবাগত চিত্রনায়িকা আরিয়ানা জামান, জাকিয়া প্রমুখ। সিনেমাটির চিত্রনাট্য লিখেছেন প্রযোজক আব্দুল আজিজ।

ববি বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন এবং বেড়ে উঠেন। তার পিতা কে এম এনামুল হক এবং মাতা ভিকারুন্নেসা হক। তিনি ধানমন্ডির কামরুন্নেসা হাই স্কুল থেকে প্রাথমিক শিক্ষা অর্জন করেন৷

মণিপুর উচ্চ বিদ্যালয় থেকে তিনি মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এস.এস.সি.) এবং আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচ.এস.সি) পাস করেন। পরবর্তীতে তিনি ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে ব্যাচেলর অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বি.বি.এ) ডিগ্রি লাভ করেন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news