ভিসতা ইলেকট্রনিক্স কোম্পানিতে যোগ দিলেন ইলিয়াস কাঞ্চন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৮ মে, ২০২২, ১ year আগে

ভিসতা ইলেকট্রনিক্স কোম্পানিতে যোগ দিলেন ইলিয়াস কাঞ্চন

ইলিয়াস কাঞ্চন একজন বাংলাদেশী চলচ্চিত্র ও নাট্য অভিনেতা এবং ‘নিরাপদ সড়ক চাই’ সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি। তিনি বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতির দায়িত্ব পালন করছেন।তিনি ১৯৭৭ সালে বসুন্ধরা চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন।

এবার চাকরি জীবন শুরু করেছেন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। ভিসতা ইলেকট্রনিক্স নামে একটি কোম্পানিতে পরিচালক হিসাবে যোগ দিয়েছেন তিনি। এরইমধ্যে প্রতিষ্ঠানটির সঙ্গে কাজও শুরু করেছেন।

যদিও আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে তাকে প্রতিষ্ঠানটিতে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হবে।

এ প্রসঙ্গে প্রতিষ্ঠানটির আরেক পরিচালক উদয় হাকিম গণমাধ্যমকে বলেন,‘ইলিয়াস কাঞ্চন এবার উদ্যোক্তা হিসাবে সবার সামনে হাজির হবেন। তিনি উদ্যোক্তা পরিচালক (ইন্ডিপেন্ডেন্ট ডিরেক্টর) হিসাবে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন।

এ বিষয়ে ইলিয়াস কাঞ্চনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি নিয়ে এখনই কথা বলতে চাইছেন না। আনুষ্ঠানিকতা অনুষ্ঠানেই বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন তিনি।

তিনি বাংলাদেশী চলচ্চিত্রের নব্বইয়ের দশকের একজন জনপ্রিয় চলচ্চিত্র অভিনেতা। কাঞ্চন ৩০০ টিরও বেশি চলচ্চিত্রে অভিনয় করেন। তার অভিনীত বেদের মেয়ে জোছনা (১৯৮৯) ছবিটি এখন পর্যন্ত বাংলাদেশের সর্বাধিক ব্যবসাসফল ও জনপ্রিয় চলচ্চিত্র হিসেবে স্বীকৃত।

তিনি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও বাচসাস পুরস্কার অর্জন করেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেছিলেন।তার প্রথম স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যুর পর তিনি নিরাপদ সড়ক চাই আন্দোলন গড়ে তুলেন। সমাজসেবায় তার এই অবদানের জন্য বাংলাদেশ সরকার ২০১৭ সালে তাকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা একুশে পদকে ভূষিত করে।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news