'কিশোর গ্যাংস্টার’ সিনেমা দিয়ে কাজে ফিরলেন রত্না

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৬ মে, ২০২২, ১ year আগে

'কিশোর গ্যাংস্টার’ সিনেমা দিয়ে কাজে ফিরলেন রত্না

রত্না কবির সুইটি হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী যিনি চলচ্চিত্রাঙ্গনে রত্না নামে পরিচিত। তিনি অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৯৯৯ সালে সপ্তম শ্রেণীতে পড়াকালীন সময়ে ফেরদৌস আহমেদের বিপরীতে কেন ভালোবাসলাম চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন।

দীর্ঘদিন থেকেই পর্দার আড়ালে ছিলেন নায়িকা রত্না।ব্যক্তি জীবনের ব্যস্ততা এবং পড়াশোনায় বেশি সময় দেয়ার কারণে অভিনয় থেকে বিরতিতে ছিলেন তিনি।

তবে দীর্ঘ চার বছর পর নতুন সিনেমা দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ালেন অভিনেত্রী। সিনেমার নাম ‘কিশোর গ্যাংস্টার’। এতে রত্নার বিপরীতে নবাগত এক নায়ককে দেখা যাবে। সিনেমাটি পরিচালনা করছেন মোসাদ্দেক রহমান ফাগুন। বর্তমানে গাজীপুরে সিনেমাটির দৃশ্য ধারণ হচ্ছে।

চিত্রনায়িকা রত্না বলেন, বর্তমানে আমাদের চলচ্চিত্রের দুরবস্থা। অনেক দিন ধরেই ভালো সিনেমা হচ্ছিল না। যার কারণে ভালো কাজের প্রস্তাব পাইনি বলে সিনেমার কাজ থেকে কিছুটা দূরে ছিলাম। তবে এ অঙ্গনের সবার সঙ্গে আমার নিয়মিত যোগাযোগ হতো। চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিতাম।

বর্তমানে সিনেমার অবস্থা পরিবর্তনের দিকে। ভালো সিনেমা নির্মাণ হচ্ছে। তাই ভালো একটি সিনেমা দিয়ে বিরতি ভেঙে আবারও কাজে ফিরলাম। শহর ও গ্রামের গল্পে সিনেমাটি নির্মিত হচ্ছে। শহর থেকে গ্রামে এসে খালাতো ভাইয়ের সঙ্গে সম্পর্কে জড়িয়ে যাই। এ নিয়ে নানান কাণ্ড।

তারপর কী হয় তা জানতে হলে অবশ্যই প্রেক্ষাগৃহে গিয়ে সিনেমাটি দেখতে হবে। বেশ কদিন ধরেই গাজীপুর শুটিং করছি। গান বাদে আজ আমার অংশের কাজ শেষ হচ্ছে। শিগগরিই গানের অংশের শুটিং হবে। সবকিছু ঠিক থাকলে চলতি বছরই সিনেমাটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।

‘কিশোর গ্যাংস্টার’ সিনেমাটিতে আরও অভিনয় করছেন রোবেকা রউফ, আনোয়ার সিরাজী, ডন প্রমুখ।

তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হল ‘মরণ নিয়ে খেলা’, ‘পড়ে না চোখের পলক’, ‘মন যেখানে হৃদয় সেখানে, ‘অঙ্ক’, ‘নষ্ট’, ‘মন নিয়ে লুকোচুরি’, ‘কোটি টাকার মেয়ে গরীবের ছেলে’, ‘রক্তে ভেজা বাংলাদেশ’, ‘পাঁচ টাকার রুটি’, ‘ধোঁকা’, ‘সন্তান আমার অহঙ্কার’, ‘সন্তানের মতো সন্তান’, ‘টাইম মেশিন’, ‘সেদিন বৃষ্টি ছিল’।

এদিকে, চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড-এর নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী হয়ে চর্তুথবারের মতো দায়িত্ব পালন করছেন রত্না। বর্তমানে তিনি ফিল্ম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হিসেবে ক্লাবটির কল্যাণে কাজ করছেন। চলচ্চিত্র প্রযোজনায় নিজেকে নিয়োজিত করেছেন, তামান্না ফিল্মস নামে একটি প্রযোজনা প্রতিষ্ঠানের চেয়ারপারসন তিনি।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news