ভারতে আজীবন সম্মাননায় ভূষিত হলেন আলমগীর-রুনা লায়ল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৬ মে, ২০২২, ১ year আগে

ভারতে আজীবন সম্মাননায় ভূষিত হলেন আলমগীর-রুনা লায়ল

ভারতের মঞ্চে একসঙ্গে আজীবন সম্মাননায় ভূষিত হলেন দেশের জনপ্রিয় অভিনেতা আলমগীর ও উপমহাদেশের প্রখ্যাত গায়িকা রুনা লায়লা দম্পতি। শনিবার (১৪ মে) সন্ধ্যায় ভারতের কলকাতার নজরুল মঞ্চে ‘টেলিসিনে অ্যাওয়ার্ড’ র ১৯তম আসরে আলমগীর-রুনা লায়লার হাতে এই ‘আজীবন সম্মাননা’তুলে দেয়া হয়।

দেশের বাইরে এমন প্রাপ্তি নিয়ে মুঠোফোনে কলকাতা থেকে আলমগীর বলেন,এর আগেও আমি কলকাতা থেকে উত্তম কুমার’অ্যাওয়ার্ড’ সহ আরও বেশকিছু সম্মাননায় ভূষিত হয়েছি। তবে এবারের বিষয়টি ভিন্ন। এবার তারা আমাকে এবং রুনাকে আজীবন সম্মাননায় ভূষিত করেছেন। নিঃসন্দেহে এটা একটু বেশিই ভালোলাগার।

রুনা লায়লা বলেন, এই সম্মাননা প্রদান আমি মনে করি দুই বাংলার শিল্পীদের মেলবন্ধনের একটি অনুষ্ঠান। অনুষ্ঠানে দুই বাংলার অনেক শিল্পীই সম্মাননা পেয়েছেন। সবার জন্যই শুভ কামনা, ভালোবাসা।

জানা যায়, আলমগীর-রুনা লায়লা গেলো ১৩ মে কলকাতা পৌঁছান। ১৪ মে সন্ধ্যায় ‘টেলিসিনে’অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নেন তারা। এর আগে একই অনুষ্ঠানে প্রয়াত জীবন্ত কিংবদন্তি নায়ক রাজ রাজ্জাক, নায়িকা ববিতাও ‘আজীবন সম্মাননায় ভূষিত হন। একই মঞ্চে দেশের শীর্ষ তারকা শাকিব খানকেও 'বীর' ছবির জন্য সেরা নায়কের পুরস্কার তুলে দেওয়া হয়। মিশন এক্সট্রিম ছবির জন্য সেরা নায়কের পুরস্কার পান আরিফিন শুভ। এছাড়াও অনুষ্ঠানে কন্ঠশিল্পী মমতাজ,কোনাল,আনিকা, মীর সাব্বির, আজমেরী হক বাঁধন, ইয়ামিন হক ববিস,দীপান্বিতা মার্টিনসহ অনেকে সম্মাননা পেয়েছেন

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news