শুভ জন্মদিন চিত্রনায়িকা শিল্পী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৫ মে, ২০২২, ২ years আগে

শুভ জন্মদিন চিত্রনায়িকা শিল্পী

আঞ্জুমান আরা শিল্পী হলেন একজন বাংলাদেশি অভিনেত্রী যিনি ৩৬টি চলচ্চিত্রে অভিনয় করেছেন। চলচ্চিত্রে আসার আগে তিনি নারায়ণগঞ্জ জেলার শকুন্তলা নাট্যগোষ্ঠীর হয়ে বিভিন্ন মঞ্চনাটকে অভিনয় করেছেন। ১৯৯৪ সালে আওলাদ হোসেন চাকলাদার পরিচালিত ‘নাগ নর্তকী’ ছবি দিয়ে চলচ্চিত্রে নাম লেখান তিনি শিল্পী।

নায়করাজ রাজ্জাকের পরিচালনায় ‘বাবা কেন চাকর’ ছবির মধ্য দিয়ে প্রথম আলোচনায় আসেন এই অভিনেত্রী। তবে তার প্রথম মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র হল বাংলার কমান্ডো যেটি ১৯৯৫ সালের ৫ মে মুক্তি পায়।চলচ্চিত্রটিতে তার সহশিল্পী ছিলেন আমিন খান। এরপর, ১৯৯৬ সালে তিনি সালমান শাহের বিপরীতে প্রিয়জন চলচ্চিত্রে অভিনয় করেন।

আমিন খান, বাপ্পারাজ, মান্না, রিয়াজ, রুবেলসহ বেশ কজন জনপ্রিয় নায়কদের সঙ্গে জুটি বেঁধে সিনেমা উপহার দিয়েছেন শিল্পী। অমর নায়ক সালমান শাহের সঙ্গেও একটি সিনেমায় কাজ করেছিলেন শিল্পী। ‘প্রিয়জন’ নামের সেই ছবিটি এ নায়িকার ক্যারিয়ারে অনন্য এক পালক যোগ করেছে। ২০০০ সালে তিনি চলচ্চিত্রাঙ্গন থেকে নিজেকে সরিয়ে নেন। তবে, ২০১৩ সাল পর্যন্ত টিভি নাটকে অনিয়মিতভাবে অভিনয় করেছেন তিনি।

শিল্পী অভিনীত মুক্তিপ্রাপ্ত সর্বশেষ চলচ্চিত্র দুটি হচ্ছে- নায়করাজ রাজ্জাকের ‘প্রেমের নাম বেদনা’ এবং দেওয়ান নজরুলের ‘সুজন বন্ধু’।

শিল্পী অভিনীত সিনেমাগুলোর মধ্যে ‘প্রিয়জন’, ‘বাবা কেন চাকর’, ‘শেষ প্রতীক্ষা’, ‘মুক্তি চাই’, ‘লাভলেটার’, ‘বীর সন্তান’, ‘মিথ্যার মৃত্যু’, ‘দোস্ত আমার দুশমন’, ‘গৃহবধূ’, ‘কে আমার বাবা’, ‘রাজপথের রাজা’, ‘শক্তের ভক্ত’, ‘সুজনবন্ধু’ ইত্যাদি উল্লেখযোগ্য।

আজ ১৫ মে এই অভিনেত্রী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো শুভ জন্মদিন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news