শুভ জন্মদিন সংগীতশিল্পী ফাহমিদা নবী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৪ জানুয়ারী, ২০২২, ২ years আগে

শুভ জন্মদিন সংগীতশিল্পী ফাহমিদা নবী
সংগীতশিল্পী ফাহমিদা নবী

বাংলাদেশের একজন জনপ্রিয় সংগীতশিল্পী ফাহমিদা নবী ৪ জানুয়ারি ১৯৬৪ সালে জন্মগ্রহণ করেন। ফাহমিদা ১৯৭৯ সালে তার গায়িকা জীবন শুরু করেন এবং তিন যুগ ধরে সাফল্যের সাথে গান গেয়ে যাচ্ছেন। তিনি উপমহাদেশীয় আধুনিক এবং ক্ল্যাসিকাল গান গেয়ে থাকেন।

এছাড়া তিনি রবীন্দ্র সঙ্গীত এবং নজরুল সঙ্গীতও গেয়ে থাকেন। বাপ্পা মজুমদারের সাথে যৌথভাবে তিনি ২০০৬ সালে বের করেন অ্যালবামঃ এক মুঠো গান-১। ২০১০ সালের ভালবাসা দিবসে বের হয় তার দ্বিতীয় অ্যালবামঃ এক মুঠো গান -২ । ১৫ জানুয়ারি ২০১১ সালে তিনি ড. সেলিম আল দীন-এর লেখা ১০টি গান নিয়ে অ্যালবাম বের করেনঃ আকাশ ও সমুদ্র অপার। 

ফাহমিদা নবী গাওয়া বেশিরভাগ গানই পেয়েছে দর্শক প্রিয়তা। বাংলা চলচ্চিত্র আহাতে লুকোচুরি লুকোচুরি গল্প গানটি গাওয়ার ফলে ২০০৭ সালে তিনি শ্রেষ্ঠ প্লেব্যাক গায়ক হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান।

এছাড়াও তিনি চ্যানেল আই পারফরম্যান্স অ্যাওয়ার্ড ২০০৮ ও মেরিল-প্রথম আলো পুরস্কার ২০০৮ লাভ করেন। তার পিতা পরলোকগত বিখ্যাত সংগীতজ্ঞ মাহমুদুন্নবী এবং তার ছোট বোন বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীতশিল্পী সামিনা চৌধুরী।

আজ এই জনপ্রিয় সংগীতশিল্পী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো। 

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news