জামালপুরের তিনটি অডিটোরিয়ামে "গলুই" প্রদর্শনী করতে বাধা নেই

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১০ মে, ২০২২, ১ year আগে

জামালপুরের তিনটি অডিটোরিয়ামে "গলুই" প্রদর্শনী করতে বাধা নেই

২০২০-২১ অর্থ বছরে অনুদানপ্রাপ্ত 'গলুই' সিনেমা এবার ঈদে সারাদেশ ৩০টির মতো সিনেমা হলে মুক্তি পেয়েছে। কিন্তু হঠাৎ আইনি দোহাই দিয়ে জামালপুরে জেলা প্রশাসন সরকারি অনুদানের ‘গলুই’ সিনেমাটির প্রদর্শন বন্ধের নির্দেশ দিয়েছিলেন। 'গলুই' প্রদর্শনী বন্ধ জানার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা ও প্রতিবাদের ঝড় বয়ে গেছে।

অবশেষে 'গলুই' সিনেমা জামালপুরে প্রদর্শন করতে আর কোনো বাধা নেই। তথ্যটি নিশ্চিত করেছেন সিনেমার পরিচালক এস এ হক অলিক। তিনি জানান, তিনটি অডিটোরিয়ামে ‘গলুই’ প্রদর্শন করতে আর কোনো বাধা নেই। ধন্যবাদ মাননীয় তথ্যমন্ত্রী ও তথ্য সচিব মহোদয়কে।

জামালপুর জেলার ডিসি মোকলেছুর রহমান বলেন, আপনারা ভুল জানছেন। ‘গলুই’ প্রদর্শনে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। ভুল খবর ছড়িয়ে পড়ছে। যারা এটা বলছেন, তাদের কাছ থেকে নিষেধাজ্ঞার কাগজপত্র চান। আমরা সিনেমা প্রদর্শনের বিপক্ষে ছিলাম না কখনও।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news