জামালপুরের ডিসি শাকবি-পূজা অভিনীত 'গলুই' প্রদর্শিত বন্ধ করে দিল

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৯ মে, ২০২২, ১ year আগে

জামালপুরের ডিসি শাকবি-পূজা অভিনীত 'গলুই' প্রদর্শিত বন্ধ করে দিল

আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে মুক্তি পেয়েছে ২০২০-২১ অর্থ বছরে সরকারি অনুদানের নির্মিত সিনেমা ‘গলুই’। এসএ হক অলিক পরিচালিত ‘গলুই’র সহ-প্রযোজক খোরশেদ আলম খসরু। প্রথমবারের মতো ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান ও চিত্রনায়িকা পূজা চেরি অভিনীত এটি দেশের প্রায় ৩০টি সিনেমা হলে প্রদর্শিত হচ্ছে।

তবে জামালপুরে সিনেমা হল না থাকায় এটি প্রদর্শিত হয় স্থানীয় শিল্পকলার একাডেমিতে। সেখানে কোনো বানিজ্যিক সিনেমা প্রদর্শিত হবে না এই মর্মে ‘গলুই’ প্রদর্শনীতে বাধা দেয় জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মুর্শেদা জামান। আর এ কারণে জামালপুরের দর্শক ঈদের সিনেমা দেখা থেকে বঞ্চিত হচ্ছেন।

নির্মাতা এসএ হক অলিক বলেন,যেহেতু জামালপুরে কোনো সিনেমা হল নেই, তাই আমরা সিনেমাটি মুক্তির জন্য প্রথমে শিল্পকলা একাডেমিকে বেছে নিয়েছিলাম। একাডেমির দায়িত্বে থাকা ও সেখানকার পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুমতি নিয়ে ছবিটি চালানোর ব্যবস্থা করি।

এরপর চাঁদ রাতে সেখানকার ডিসি এটি প্রদর্শনীতে বাঁধা দেয়। আমরা শহরের মির্জা আজম অডিটোরিয়ামে ছবিটি চালানোর ব্যবস্থা করি। আর বিষয়টি নিয়ে ডিসির সঙ্গেও কথা বলি এবং ছবিটি চালানোর ব্যবস্থা করে দেওয়ার অনুরোধ করি।তিনি আরও বলেন, কিন্তু গত ৫ তারিখে এসে তিনি আবার ছবিটি বন্ধ করে দেন।

তখন ১৯৫৮ সালের একটি আইন আমাদের সামনে তুলে ধরেন এবং শো বন্ধ করে দেওয়ার হুকুমও দেন। সরকারি অনুদানের ছবি যদি বন্ধ করে দেওয়া হয়- তাহলে এর চেয়ে দুঃখের বিষয় আর কি হতে পারে।অলিক আক্ষেপ নিয়ে বলেন, এটি সরকারি অনুদানের একটি ছবি। প্রধানমন্ত্রী চলচ্চিত্রের উন্নয়ন ও সুস্থ ধারার বিনোদন দেওয়ার জন্যই তিনি এই অনুদান দিয়ে থাকেন। তথ্য মন্ত্রণালয়ও এই বিষয়ে তদারকি করে থাকেন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news