ফের মা হতে যাচ্ছেন সংগীতশিল্পী ন্যান্সি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৮ এপ্রিল, ২০২২, ১ year আগে

ফের মা হতে যাচ্ছেন সংগীতশিল্পী ন্যান্সি

নাজমুন মুনিরা ন্যান্সি একজন বাংলাদেশী সংগীতশিল্পী।ফের মা হচ্ছেন সংগীতশিল্পী নাজমুন মুনিরা ন্যানসি। গত জানুয়ারি মাসেই জানা গিয়েছিল এই খবর। এটি হতে যাচ্ছেন তার তৃতীয় সন্তান। এর আগের দুই সন্তানের নাম রোদেলা ও নায়লা। নতুন অতিথিকে পৃথিবীতে স্বাগত জানানোর আগে শুক্রবার (২২ এপ্রিল) হয়ে গেল ন্যানিসর ‘সাতশা’ বা ‘সাধ অনুষ্ঠান’ বা ‘বেবি শাওয়ার’ অনুষ্ঠান। পরিবারের সদস্যদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন কাছের কয়েকজন বন্ধু-বান্ধব।

সামাজিকমাধ্যমে ন্যানসির বেবি শাওয়ার অনুষ্ঠানের বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পরে। সেখানে ফিরোজা রঙের শাড়ির সঙ্গে হালকা গয়নার সাজে দেখা গেছে তাকে। আরেকটি ছবিতে নীল-হলুদ রঙের সালোয়ার কামিজে সাদামাটা লুকে দেখা যায় এ সংগীতশিল্পীকে। এ সময় তার স্বামী মহসীন মেহেদীর পরনে ঘিয়ে রঙের পাঞ্জাবি আর সাদা পায়জামা দেখা গেছে।

২০২১ সালের আগস্টে গীতিকার মহসীন মেহেদীকে বিয়ে করেন ন্যানসি। এটি তার তৃতীয় বিয়ে। গানের সুবাদেই মহসীন মেহেদীর সঙ্গে ন্যানসির পরিচয়। মেহেদী একজন গীতিকার, পাশাপাশি অনুপম মিউজিকের চিফ অপারেটিং অফিসার (সিওও) হিসেবে কর্মরত আছেন। এরপর চলতি বছরের ১৩ জানুয়ারি একটি ভিডিও শেয়ারের মাধ্যমে মা হতে যাওয়ার খবরটি প্রকাশ্যে আনেন ন্যানসি। সেই ভিডিওতে মহসীন মেহেদীর সঙ্গে আংটি বদল থেকে শুরু করে অন্তঃসত্ত্বা হওয়ার জার্নির কিছু স্থিরচিত্র দিয়ে তুলে ধরা হয়। এই ভিডিওটি নিজের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত করেন তিনি।

২০০৬ সালে হৃদয়ের কথা ছবির গানে কণ্ঠ দিয়ে মিডিয়ায় যাত্রা শুরু হয় ন্যান্সির। একই বছরে বিজ্ঞাপনের জিঙ্গেলেও অভিষেক হয় তার। পরের বছরে ২০০৮ সালে আকাশ ছোঁয়া ভালোবাসা ছবির "পৃথিবীর যত সুখ যত ভালোবাসা" গানটির মাধ্যমে রাতারাতি আলোচনায় আসেন ন্যান্সি। এই বছর আমার আছে জল এবং চন্দ্রগ্রহণ চলচ্চিত্রের গানেও কণ্ঠ দেন। ২০০৯ সালে সংগীতা থেকে বের হয় ন্যান্সির প্রথম একক অ্যালবাম ভালোবাসা অধরাএছাড়া থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার চলচ্চিত্রে হাবিব ওয়াহিদের সঙ্গীত পরিচালনায় তার সাথে দ্বৈত "দ্বিধা গানটি শ্রোতাপ্রিয়তা লাভ করে। এই গানের জন্য তিনি প্রথমবারের মত মেরিল-প্রথম আলো পুরস্কার-এ তারকা জরিপে শ্রেষ্ঠ কণ্ঠশিল্পী (নারী) বিভাগে পুরস্কার লাভ করেন।২০১০ সালে হাবিবের সঙ্গীত পরিচালনায় খোঁজ-দ্য সার্চ চলচ্চিত্রে "এতো দিন কোথায় ছিলে" এবং ভালোবাসলেই ঘর বাঁধা যায় না চলচ্চিত্রে "বুকের ভিতর" গানে কণ্ঠ দেন।

পত্তিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news