সংগীতশিল্পী এস আই টুটুলের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৮ এপ্রিল, ২০২২, ২ years আগে

সংগীতশিল্পী এস আই টুটুলের জন্মদিন আজ

এস আই টুটুল একজন বাংলাদেশী গায়ক, সুরকার, গীতিকার ও অভিনয়শিল্পী। জনপ্রিয় কণ্ঠশিল্পী এস আই টুটুলের জন্মদিন আজ। বহু জননন্দিত গান উপহার দিয়ে শ্রোতাদের হৃদয় জয় করেছেন এ শিল্পী। এখন পর্যন্ত জাতীয় পুরস্কার পেয়েছেন চারবার।শৈশব থেকেই টুটুল নিজেকে সঙ্গীতে নিয়োজিত রেখেছেন এবং সঙ্গীতকে পেশা হিসেবে গ্রহণ করেছেন। যদিও তিনি পিয়ানোর উপর প্রশিক্ষণ নিয়েছেন তবুও তিনি বিভিন্ন ধরনের বাদ্যযন্ত্র বাজাতে পারেন। টুটুল নিজেই একজন শব্দ প্রকৌশলী।

'কেউ প্রেম করে, কেউ প্রেমে পড়ে’, ২০০৪ সালে ‘ব্যাচেলর’ সিনেমার এই জনপ্রিয় গানের মাধ্যমে শ্রোতাদের সামনে নতুন ভাবে পরিচিতি পেয়েছিলেন তৎকালীন এল আর বি ব্যান্ডের এই সদস্য,এর কিছুদিন পর ‘হৃদয়ের কথা’ সিনেমায় তাঁর কন্ঠে গাওয়া ‘যায় দিন যায় একাকী’র তুমুল জনপ্রিয়তায় তিনি হয়ে উঠেন সময়ের অন্যতম জনপ্রিয় গায়ক,সাথে পেয়েছিলেন হুমায়ূন আহমেদের সাহচর্য। তিনি শুধু গায়ক ই নন, একজন স্বনামখ্যাত সুরকার ও বটে,তিনি ‘এস আই টুটুল’।

টুটুল মূলত এল আর বি ব্যান্ড এর একজন সদস্য ছিলেন। পরবর্তীতে তিনি ফেস টু ফেস নামে একটি ব্যান্ড দল গঠন করেন যা ২০০৫ সালে ধ্রুবতারা ব্যান্ড নামে আত্মপ্রকাশ করে। তিনি ধ্রুবতারা ব্যান্ড এ লিড গিটারিস্ট হিসেবে কাজ করেন। তিনি ব্যান্ডগুরু আইয়ুর বাচ্চুর সাথে দীর্ঘদিন কাজ করেছেন। মূলত আইয়ুব বাচ্চু তার বড় ভাইয়ের ফ্রেন্ড ছিলেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়-এর বাঙলা ভাষা ও সাহিত্য বিভাগ থেকে স্নাতক এবং স্নাতকোত্তর সম্পন্ন করেন।

১৯৯৯ সালে টুটুল বাংলাদেশী অভিনেত্রী এবং মডেল তানিয়া আহমেদ এর সাধে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। রয়েছে দুটি সন্তান। আজ এই জনপ্রিয় গায়ক ও সুরকারের জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইল।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news