নতুন নায়কের সন্ধানে জাজ মাল্টিমিডিয়া

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৯ এপ্রিল, ২০২২, ২ years আগে

নতুন নায়কের সন্ধানে জাজ মাল্টিমিডিয়া

দেশের অন্যতম প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। জাজ মাল্টিমিডিয়া হচ্ছে একটি বাংলাদেশী চলচ্চিত্র স্টুডিও, পরিবেশক ও চলচ্চিত্র প্রযোজনা সংস্থা। ২০১১ সালে আব্দুল আজিজ কর্তৃক কোম্পানীটি প্রতিষ্ঠা করা হয় এবং ২০১২ সালের অক্টোবরে তাদের প্রথম চলচ্চিত্র মুক্তি দেওয়া হয়।

এটি বাংলা ভাষারি একটি অন্যতম বৃহত্তম চলচ্চিত্র স্টুডিও। প্রতিষ্ঠানটি বরাবরই প্রশংসার দাবি রাখে নতুন মুখকে পাদপ্রদীপের সামনে তুলে ধরার বিষয়ে। চলতি সময়ের বেশিরভাগ চলচ্চিত্র তারকাই এই প্রতিষ্ঠানের হাত ধরে উঠে আসা। এদিকে নতুন মুখ খোঁজার এই প্রক্রিয়াটি হচ্ছে জাজ প্রযোজিত ও সৈকত নাসির পরিচালিত ‘বারুদ’ সিনেমার জন্য।

সেই ধারাবাহিকতায় রবিবার (১৭ এপ্রিল) ফের নতুন মুখের সন্ধানে বিজ্ঞপ্তি দিয়েছে প্রতিষ্ঠানটি। রবিবার বিকালে জাজ মাল্টিমিডিয়ার ভেরিফায়েড ফেসবুক পেইজে প্রকাশ করা মজার ও বিভ্রান্তিকর এই বিজ্ঞপ্তিটি তুলে ধরা হলো-

নতুন মুখ খুঁজছে জাজঃ

আচ্ছা নায়ক মানেই কি সুন্দর চেহারার কেউ ? তা কেন হবে ? আমরা সবাই তো আমাদের জীবনের নায়ক। আর আমরা সবাই কি লম্বা, ফর্সা/শ্যামলা, সুন্দর দেহের অধিকারী? না, আমাদের মাঝে অনেকেই লম্বা না, ফর্সা না এমন কি চেহারাও ভালো না।

জাজ এমনই এক নায়ক খুঁজছে, দেখতে সুন্দর হওয়ার বাধ্য বাধকতা নেই।

জাজ প্রযোজিত ও সৈকত নাসির পরিচালিত “বারুদ” সিনেমার জন্য এক নতুন মুখ খুঁজছি । কেমন নায়ক খুঁজছি, তা নিম্নে দেয়া হলো।

বয়সঃ ২০ - ২৫ বছর

উচ্চতাঃ ৫’৬” - ৫’৯”

গায়ের রংঃ কালো বা শ্যামলা (ফর্সা চলবে না)

শিক্ষাগত যোগ্যতাঃ নিম্নে উচ্চ মাধ্যমিক।

অভিনয়ঃ অবশ্যই অভিনয়ে পারদর্শী হতে হবে।

“বারুদ” সিনেমার সম্পূর্ণ গল্প এই নায়কের উপর ভিক্তি করে। সাথে থাকবে দুই নায়িকা। একটি নতুন ও ব্যতিক্রম ধর্মী গল্প “বারুদ”।

বারুদের কাহিনী সংলাপ ও চিত্রনাট্য করেছেঃ জাজ ক্রিয়েটিভ টিম।

জাজ ক্রিয়েটিভ টিম গত দুই বছরে অনেক গুলি মৌলিক গল্প তৈরি করেছে যেমন, পাপ, মোনা, ময়না, বারুদ, রাস্তা সহ আরও ২০ টি গল্প। সব গুলি গল্পই নতুন ও ভিন্য ধরেনের। যা কেউ আগে দেখে নাই, আগে কেউ শুনে নাই, এমনকি এমন কিছু কেউ চিন্তাও করে নাই।

যাই হোক, আপনি যদি নিজেকে ভালো অভিনেতা মনে করেন এবং উপড়ে উল্লেখিত বর্ণনার মত হন, তাহলে আবেদন করুন নিচের ইমেইল ।

thehero.jaaz@gmail.com

আবেদনের সাথে যা সংযুক্তি করবেনঃ

১। আপনার ৩ কপি ছবি দিতে হবে ।

২। আপনার ফেসবুকের লিঙ্ক ।

৩। বয়সঃ

৪। উচ্চতাঃ

৫। গায়ের রংঃ

৬। শিক্ষাগত যোগ্যতাঃ

৭। ফোন নাম্বার

দেখা যাক, কে হবে বাংলার প্রথম নন গ্লামার হিরো

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news