করোনায় আক্রান্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২ জানুয়ারী, ২০২২, ২ years আগে

করোনায় আক্রান্ত পরিচালক সৃজিত মুখোপাধ্যায়

সৃজিত মুখোপাধ্যায় একজন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক, অভিনেতা, চিত্রনাট্যকার, অর্থনীতিবিদ। ২০১০ সালে প্রথম চলচ্চিত্র অটোগ্রাফ পরিচালনার পরপরই তিনি আলোচনায় আসেন। ছবিটি বাণিজ্যিকভাবে সফল হয় এবং সমালোচকদের দ্বারা প্রশংসিত হয়। তার সবগুলো ছবিই সমালোচকদের কাছে প্রশংসিত হয় এবং ব্যাপক সাড়া ফেলে। ৬১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তার পরিচালিত 'জাতিস্মর' ছবিটি চারটি পুরস্কার জিতে নেয়।

পশ্চিমবঙ্গের এই চলচ্চিত্র নির্মাতা সৃজিত মুখোপাধ্যায় করোনায় আক্রান্ত হয়েছেন। টুইট করে সে খবর দিলেন সৃজিত। এই মুহূর্তে কোয়ারেন্টিনে রয়েছেন তিনি। তবে সৃজিত অমিক্রণে আক্রান্ত কি না, তাঁর উপসর্গ থেকে এখনো সেটা জানা যায়নি।

শনিবার টুইট করে সৃজিত জানান, আমি করোনা আক্রান্ত। নিজেকে সকলের থেকে আলাদা রেখেছি। গত ৭২ ঘণ্টার মধ্যে যাঁরা আমার সংস্পর্শে এসেছেন, দয়া করে নিজেদের কভিড পরীক্ষা করিয়ে নেবেন।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news