অভিনেত্রী ইলিয়ানা আত্মহত্যার চেষ্টা করেছিলেন কেনো

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৬ এপ্রিল, ২০২২, ২ years আগে

অভিনেত্রী ইলিয়ানা আত্মহত্যার চেষ্টা করেছিলেন কেনো
অভিনেত্রী ইলিয়ানা

ইলিয়ানা ডি'ক্রুজ একজন ভারতীয় অভিনেত্রী, যিনি মূলত তেলুগু এবং হিন্দি চলচ্চিত্রে অভিনয় করে থাকেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে ইলিয়ানা ডিক্রুজ জানালেন যে, এক সময় তাঁর মাথায় আত্মহত্যা করারও চিন্তা এসেছিল।

বিভিন্ন খবরে জানা যায়, তিনি চেষ্টাও করেছিলেন আত্মহত্যা করার। কিন্তু কেন এমন চিন্তা আসে তাঁর মাথায়।

আত্মহত্যার চিন্তা প্রসঙ্গে ইলিয়ানা ডিক্রুজ-বিভিন্ন সময়ে বিভিন্ন তথ্য প্রকাশ হয়েছিল যে, চেহারা সংক্রান্ত বিষয় নিয়ে আত্মহত্যার চিন্তা করেছিলেন ইলিয়ানা ডিক্রুজ। সেই খবর রটার পর মুখ খোলেননি অভিনেত্রী।

তবে, সম্প্রতি এক সাক্ষাৎকারে ইলিয়ানা ডিক্রুজ জানালেন যে, তিনি আত্মহত্যার চেষ্টা করেননি সেভাবে। কিন্তু, তাঁর মাথায় আত্মহত্যাক চিন্তা এসেছিল এটা ঠিক। আর সেটা অন্য কোনও কারণে নয়।

বরং চেহারা সংক্রান্ত বিভিন্ন বিষয়েই এমন ভাবনা তাঁর মনে আসে। ইলিয়ানা ডিক্রুজ বলেন, হ্যাঁ। আমি নিজেকে নিয়ে অনেক চিন্তা করি। নিজের সম্পর্কে অত্যন্ত সচেতন আমি। এটা যেমন একটা দিক।

আর অন্য দিক আত্মহত্যার দিক, যেটা খুবই সংবেদনশীল একটা জায়গা। সংবেদনশীল একটা বিষয়। আমার জীবনে এমন একটা সময় এসেছে,তখন আমি মানসিক দিক থেকে মারাত্মক ভেঙে পড়েছিলাম।

সেই সময় আমার মনে এই সমস্ত চিন্তা আসত। কিন্তু সেটা শুধুমাত্রই চেহারা সংক্কান্ত বিষয়ে নয়। বরং অন্য দিক ছিল।

আত্মহত্যার চিন্তা দূর করায় ইলিয়ানার দাওয়াই-আত্মহত্যার চিন্তা মাথায় আসলে কী করতে হবে, সেকথাও জানালেন ইলিয়ানা। তিনি জানান, যখনই এমন চিন্তা মাথায় আসবে, গান দারুণ সাহায্য করে কাটিয়ে উঠতে।

যেকোনও মেজাজ ঠিক করে দেয় গান। প্রসঙ্গত, এর আগে ইলিয়ানা ডিক্রুজ জানিয়েছিলেন যে, মাত্র বারো বছর বয়সেই বডি শএমিংয়ের শিকার হন তিনি।

ডি'ক্রুজ ২০০৬ সালের তেলুগু চলচ্চিত্র দেবাদাসু-তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ নারী অভিষেক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেছিলেন। তিনি পোকিরি (২০০৬), জলসা (২০০৮), কিক (২০০৯) এবং জুলায়ি (২০১২) সহ বিভিন্ন তেলুগু চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন।

তামিল চলচ্চিত্রে ডি'ক্রুজ কেদি (২০০৬) এবং শঙ্করের নানবান (২০১২)-তে অভিনয় করেছেন। ২০১২ সালে ডি'ক্রুজ অনুরাগ বসুর বর্ফী!-এর মাধ্যমে বলিউডে অভিষেক করেছিলেন।

তারপরে তিনি ম্যায় তেরা হিরো (২০১৪), রুস্তম (২০১৬) এবং রেইড (২০১৮)-এ অভিনয় করেছিলেন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news