শুভ জন্মদিন সঙ্গীতশিল্পী কনা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৫ এপ্রিল, ২০২২, ২ years আগে

শুভ জন্মদিন সঙ্গীতশিল্পী কনা
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

বাংলাদেশের জনপ্রিয় কন্ঠশিল্পী দিলশাদ নাহার কনা। বর্তমানে তাকে মিউজিক কুইন বলা হয়। একের পর এক জনপ্রিয় গান উপহার দিয়েছেন তিনি। প্লেব্যাক, অ্যালবাম দু’জায়গাতেই অসংখ্য গান গেয়েছেন এই গায়িকা। দীর্ঘ সময় ধরে সংগীত ভুবনে রাজত্ব করছেন তিনি। আজ ১৫ এপ্রিল তার ৪১ তম জন্মদিন। ১৯৮১ সালে এই দিনে ঢাকায় জন্মগ্রহণ করেন তিনি। মিরপুরের টাইনি টটস স্কুল, মগবাজার বালিকা উচ্চ বিদ্যালয় এবং লালমাটিয়া কলেজে কেটেছে তাঁর শিক্ষাজীবন।

নিজের প্রথম একক অ্যালবাম 'জ্যামিতিক ভালোবাসা'র টাইটেল গানটির মাধ্যমেই কণ্ঠশিল্পী হিসেবে আলোচনায় এসেছিলেন সুকণ্ঠী গায়িকা কনা। এরপর একে একে আরও দুটি একক অ্যালবামের মাধ্যমে বেশ কিছু হিট গান উপহার দিয়েছেন তিনি। মাত্র চার বছর বয়সেই গানের সঙ্গে পরিচিতি ঘটে তার। ‘আমরা সবাই রাজা আমাদের এই রাজার রাজত্বে’ গানটি শেখার মধ্য দিয়েই কনার গানের ভুবনে পা রাখা। আনুষ্ঠানিকভাবে তার কণ্ঠে গাওয়া প্রথম গানটি ছিল ‘গ্রামছাড়া ওই রাঙা মাটির পথ’। জীবনের প্রথম কোনো গানের প্রতিযোগিতায় অংশগ্রহণ করে এ শিল্পী দ্বিতীয় স্থান অর্জন করেন, আর তাও মাত্র পাঁচ বছর বয়সে। কনা তার সঙ্গীত জীবন শুরু করেন ২০০০ সালে। কনার প্রথম এলবাম 'জ্যামিতিক ভালবাসা', যা বের হয় ২০০৬ সালে। তার দ্বিতীয় একক এলবাম ফুয়াদ ফিচারিং কনা বের হয় ২০০৮ সালে “কনা” নামে। তার তৃতীয় একক এলবাম “সিম্পলি কনা” বের হয় ১৮ আগস্ট ২০১১ তে।

ইমন সাহার হাত ধরে একটি বিজ্ঞাপনের জিঙ্গেলে কণ্ঠ দেওয়ার সুযোগ পান কণা। পরবর্তী সময়ে প্রায় ৫০০ জিঙ্গেলে কণ্ঠ দিয়েছেন তিনি। 'আভি তো লামহে' শিরোনামে একটি হিন্দি বিজ্ঞাপনেও কণ্ঠ দিয়েছেন কণা।[৮] বাংলা ও হিন্দি ছাড়াও সিংহলি এবং আরবি ভাষায়ও জিংগেল করেছেন কনা।

তিনি বসগিরি (২০১৬) চলচ্চিত্রের "দিল দিল দিল", পোড়ামন ২ (২০১৮) চলচ্চিত্রের "ওহে শ্যাম", এবং বিশ্বসুন্দরী (২০১৯) চলচ্চিত্রের "তুই কি আমার হবি রে" গানের জন্য তিনবার সেরা গায়িকা বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেছেন।

আজ ১৫ এপ্রিল এই জনপ্রিয় কণ্ঠশিল্পী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো শুভ জন্মদিন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news