ভোটাধিকার ফিরে পেলেন সুপারস্টার শাকিব খান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৮ এপ্রিল, ২০২২, ২ years আগে

ভোটাধিকার ফিরে পেলেন সুপারস্টার শাকিব খান
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

শাকিব খান হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, গায়ক, চলচ্চিত্র সংগঠক ও গণমাধ্যম ব্যক্তিত্ব। সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা (১৯৯৯) চলচ্চিত্রের মাধ্যমে তার অভিনয় জীবন শুরু করেন।

বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচনের আগে ভোটাধিকার ফিরে পেলেন সুপারস্টার শাকিব খান।

টিআইএন সার্টিফিকেটসহ কিছু কাগজপত্র জমা না দেওয়ায় শাকিব খানের নাম প্রাথমিক ভোটার তালিকা থেকে বাদ দিয়েছিল প্রযোজক সমিতি। পরে প্রয়োজনীয় কাগজপত্রসহ আপিল করেন শাকিব খান বুধবার প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকায় তার নাম তোলা হয়েছে বলে জানান প্রযোজক সমিতির অফিস সচিব সৌমেন রায় বাবু।

সৌমেন রায় বলেন সাধারণ সদস্য ও সহযোগী সদস্য মিলিয়ে মোট ২৪৭ জন ভোটারের তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক-পরিবেশক সমিতির নির্বাচন আগামী ২১ শে মে বিএফডিসিতে অনুষ্ঠিত হবে।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news