প্রতারণার অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডি

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৮ এপ্রিল, ২০২২, ২ years আগে

প্রতারণার অভিযোগে হিরো আলমের বিরুদ্ধে থানায় জিডি
ফাইল ছবি | পত্রিকা একাত্তর

আশরাফুল আলম সাঈদ (যিনি হিরো আলম নামে অধিক পরিচিত) একজন বাংলাদেশী সঙ্গীত ভিডিও মডেল, অভিনেতা, গায়ক এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচিত ব্যক্তি। এবার হিরো আলমের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে থানায় জিডি করা হয়েছে। বুধবার (৬ এপ্রিল) তারেক আজিজ নিশক নামে এক ব্যক্তি তার নামে কলাবাগান থানায় সাধারণ ডায়েরি করেন। জিডি নম্বর- ২৮৪। কলাবাগান থানার এসআই মো. ফিরোজ এ তথ্য নিশ্চিত করেছেন।

জিডিতে উল্লেখ করা হয়েছে, ২০২১ সালের ৭ জুলাই কোপা-আমেরিকা ফাইনাল খেলা উপলক্ষে ‘বন্ধন টিভি’র জন্য ‘ব্রাজিল বনাম আর্জেন্টিনা’ ম্যাচের আগে মেসিকে নিয়ে ‘উই লাভ মেসি’ শিরোনামে একটি গান তৈরি করা হয়। গানটি ‘বন্ধন টিভি’র ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। পরে বিবাদী মো. আশরাফুল আলম সাঈদ ওরফে হিরো আলম গানটি অনুমতি ব্যতীত ‘হিরো আলম অফিসিয়াল’ এবং ‘হিরো আলম’ নামক ইউটিউব চ্যানেলে আপলোড করেন।

পরে তাকে নিষেধ করলে অন্যায়ভাবে আমার চ্যানেলে উল্টো স্ট্রাইক দেন এবং ফোনে বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন ও আমার চ্যানেলটি নষ্ট করার হুমকি দেন। ওই গানটি গাওয়ানোর জন্য গানের গীতিকার ও সুরকার ‘আকাশ নিবির’-র মাধ্যমে বিবাদীকে নগদ অর্থও পরিশোধ করা হয়েছে।

১১ আগস্ট ২০১৭ তারিখে আশরাফুল আলম অভিনীত প্রথম ছবি মার ছক্কা মুক্তি পায়। ২০১৮ সালে তিনি বিজু দ্য হিরো নামে একটি বলিউড চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হন। এছাড়া বাংলাদেশে বেশকিছু বিজ্ঞানপনচিত্র ও স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন। ১৬ অক্টোবর ২০২০ মুক্তি পায় হিরো আলমের দ্বিতীয় সিনেমা 'সাহসী হিরো আলম'। সিনেমাটি পরিচালনা করেছেন এ আর মুকুল নেত্রবাদী আর প্রযোজনা করেন হিরো আলম নিজেই। হিরো আলমের বিপরীতে অভিনয় করেন তিন নায়িকা সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। এবং বর্তমানে তিনি গান গাওয়ার প্রতি মনোনিবেশ করেছেন তার প্রথম গান "বাবু খাইছো"।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news