আজ অভিনেত্রী দিব্যা ভারতী ২৯তম মৃত্যুবার্ষিকী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৫ এপ্রিল, ২০২২, ২ years আগে

আজ অভিনেত্রী দিব্যা ভারতী ২৯তম মৃত্যুবার্ষিকী

দিব্যা ওম প্রকাশ ভারতী ছিলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, যিনি ১৯৯০-এর দশকের প্রথম দিকে বাণিজ্যিকভাবে সফল হিন্দি এবং তেলুগু চলচ্চিত্রে অভিনয় করেছেন।

ভারতী ১৯৭৪ সালে ভারতের মুম্বইয়ে জন্ম নেন। তার বাবা ওম প্রকাশ ভারতী একজন বীমা কর্মকর্তা এবং মা মীতা ভারতী, যিনি তার বাবার দ্বিতীয় স্ত্রী ছিলেন। তার কুনাল নামে নামে একটি ছোট ভাই এবং বাবার প্রথম ঘরের দুই জন ভাইবোন ছিলো। তিনি সুদ্ধভাবে হিন্দি, ইংরেজি এবং মারাঠি বলতে পারতেন। ছোটবেলায় তিনি তার ছটফটে ব্যক্তিত্ব এবং আহ্লাদী চেহারার জন্য পরিচিত ছিলেন। তিনি অভিনেত্রী কাইনাত অরোরার দ্বিতীয় পিসতুত বোন ছিলেন।

ভারতী জুহু, মুম্বাইয়ে মানিকজী কুপার উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করেন, যেখানে একই সময়ে অভিনেতা ও পরিচালক ফারহান আখতার উপস্থিত ছিলেন। তিনি একজন সাধারণ ছাত্রী হিসেবে অভিনয়ে অনুগমনের পূর্বে নবম শ্রেণী পর্যন্ত পড়াশোনা সম্পন্ন করেন।

১৯৯০ সালে তেলুগু বব্বিলি রাজা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্র কর্মজীবন শুরু হয়। এরপর ১৯৯২ সালে বিশ্বআত্মা চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে হিন্দি চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। ভারতী শোলা অর শবনম (১৯৯২) এবং দিওয়ানা (১৯৯২) চলচ্চিত্রের মাধ্যমে বাণিজ্যিক সাফল্য লাভ করেন, এবং যার জন্যে শ্রেষ্ঠ নবাগত অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার অর্জন করেন।[১] ১৯৯২ এবং ১৯৯৩-এর প্রথমার্ধে তিনি ১৪টি হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেন, যা আজ পর্যন্ত বলিউডে অভিষেক হিসেবে তার রেকর্ড হয়ে আছে।

ভারতীর মাত্র ১৯ বছর বয়সে এপ্রিল ৫, ১৯৯৩ সালে ভারসোভা, মুম্বই তার ৫ তলা অ্যাপার্টমেন্ট থেকে নিচে পড়ে মৃত্যুবরণ করেন। প্রত্যক্ষদর্শীরা জানান তিনি মূলত ভারসাম্য হারানোর ফলে ব্যালকনি থেকে নিচে পড়ে যান। তবে তার এই আকস্মিক মৃত্যু, দুর্ঘটনাজনিত না হত্যাকাণ্ড তা অস্পষ্ট রয়ে গেছে।

১৯৯৩ সালের ৫ এপ্রিল মাত্র ১৯ বছর বয়সে মৃত্যু হয়েছিল দিব্যা ভারতীর। পুলিশ ফাইলে তাঁর মৃত্যুর ঘটনা উল্লেখ করা হয়েছে দুর্ঘটনা হিসাবে যদিও ২৭ বছর আগের সেই ঘটনাকে নিছক দুর্ঘটনা বলে মানতে না-রাজ দিব্যার ভক্তরা।

দিব্যা ভারতী। তিন বছর দীর্ঘ অভিনয় জীবনেই আসমুদ্র হিমাচলের মনে জায়গা করে নিয়েছেন এই বলি নায়িকা। ৫ই এপ্রিল, ১৯৯৩, মাত্র ১৯ বছর বয়সে অকালেই চলে গিয়েছিলেন দিব্যা। মৃত্যুর ২৭ বছর পরেও দিব্যা ভারতীর মৃত্যুও আজও এক অজানা রহস্য। শুধুই কী দুর্ঘটনা নাকি এর পিছনে ছিল কোনও ষড়যন্ত্র? উত্তর মেলেনি।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news