প্রথমবারের মতো জুটি বাঁধলেন বুবলি-রাজ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২ এপ্রিল, ২০২২, ২ years আগে

প্রথমবারের মতো জুটি বাঁধলেন বুবলি-রাজ

২০২০-২১ অর্থবছরে ৬০ লাখ টাকা সরকারি অনুদান পাওয়া 'দেয়ালের দেশ’ শিরোনামের একটি সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন প্রতিভাবান চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা শবনম বুবলী। সিনেমা পরিচালনা করছেন তরুণ পরিচালক মিশুক মনি (ইব্রাহিম খলিল মিশু)। প্রযোজনা করছেন মাহফুজুর রহমান।

২৪ মার্চ থেকে রাজধানী ঢাকায় সিনেমাটির দৃশ্য ধারণ শুরু হয়েছে।এসব তথ্য নিশ্চিত করেছে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র। যদিও এ প্রসঙ্গে সিনেমা সংশ্লিষ্টরা এখনই মুখ খুলতে নারাজ।জানা গেছে, প্রথম লটের শুট শেষ করে ‘দেয়ালের দেশ’ সিনেমার আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

শবনম ইয়াসমিন বুবলী হচ্ছেন একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী এবং প্রাক্তন সংবাদ পাঠিকা। তিনি বাংলাভিশনে সংবাদ পাঠিকা হিসাবে কর্মজীবন শুরু করেন। ২০১৬ সালে বসগিরি চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটে। চলচ্চিত্রটির মাধ্যমে তিনি শ্রেষ্ঠ নবীনশিল্পী বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

চলচ্চিত্রাঙ্গনে আসার আগে শরিফুল রাজ ২০১২ সালে র‍্যাম্প মডেল হিসেবে কাজ করা শুরু করেন। এছাড়া, বিজ্ঞাপনেও কাজ করেন তিনি। ২০১৬ সালে শরিফুল রাজের চলচ্চিত্রাঙ্গনে অভিষেক ঘটে। তার অভিনীত প্রথম চলচ্চিত্রের নাম আইসক্রিম। চলচ্চিত্রটিতে তিনি নাজিফা তুশির বিপরীতে অভিনয় করেছিলেন। চলচ্চিত্রটির মাধ্যমে মিনার রহমান নেপথ্য কণ্ঠশিল্পী হিসেবে যাত্রা শুরু করেছিলেন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news