মায়ের নামে দুই কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করলেন রোজিনা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২ এপ্রিল, ২০২২, ২ years আগে

মায়ের নামে দুই কোটি টাকা দিয়ে মসজিদ নির্মাণ করলেন রোজিনা

রোজিনা একজন বাংলাদেশী চলচ্চিত্র অভিনেত্রী। চলচ্চিত্রে আসার আগে তিনি ঢাকায় মঞ্চ নাটক করতেন। তখন তিনি বেশ কিছু বিজ্ঞাপনে কাজ করে চলচ্চিত্র জগতে আসেন। ১৯৮০ সালে রোজিনা ‘কসাই’ ছবির জন্য জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার লাভ করেন। ১৯৮৮ সালে তিনি জাতীয় পুরস্কার পান শ্রেষ্ঠ অভিনেত্রীর হিসেবে ‘জীবন ধারা’ ছবির জন্য। শ্রেষ্ঠ অভিনেত্রী হিসেবে তিনি বাচসাস পুরষ্কারও লাভ করেন।

ঢাকাই সিনেমার আশির দশকের জনপ্রিয় নায়িকা রোজিনা দুই কোটি টাকা ব্যয়ে নান্দনিক মসজিদ নির্মাণ করেছেন। তুরস্কের নকশায় নির্মিত এই মসজিদটির নামকরণ করা হয়েছে রোজিনার মায়ের নামে দশ গম্বুজ খাদিজা জামে মসজিদ। রোজিনার জন্মস্থান রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় নির্মাণ করা হয়েছে মসজিদটি। শুক্রবার (১ এপ্রিল) জুমার নামাজ পড়ার মাধ্যমে এটি উদ্বোধন করা হয়। এর আগে টানা দুই বছরে নির্মাণ কাজ শেষ হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রোজিনা ছাড়াও উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী, গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোস্তফা মুন্সি, গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজিজুল হক খান মামুন, গোয়ালন্দ পৌরসভার মেয়র নজরুল ইসলাম মণ্ডল, চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি ইলিয়াস কাঞ্চনসহ অনেকে।

উদ্বোধন শেষে রোজিনা বলেন, ‘জন্মভূমির কথা মনে পড়লেও ব্যস্ততার কারণে গোয়ালন্দে তেমন আসা হয় না। এরপরও আমার সমস্ত অনুভূতি জুড়ে এই জন্মভূমি। সেই অনুভূতি থেকেই বাড়ির সামনে মায়ের নামে মসজিদ নির্মাণ করছি। এখানে একটি চক্ষু হাসপাতাল করার চিন্তা আছে।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news