মনতাজুর রহমান আকবরে'র অর্ধশত সিনেমার স্ক্রিপ্ট ফিল্ম আর্কাইভে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১ এপ্রিল, ২০২২, ২ years আগে

মনতাজুর রহমান আকবরে'র অর্ধশত সিনেমার স্ক্রিপ্ট ফিল্ম আর্কাইভে

মনতাজুর রহমান আকবর (জন্ম: ৩১ জুলাই, ১৯৫৭) হলেন একজন বাংলাদেশী চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, প্রযোজক, সমাজকর্মী ও একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি মারপিট ও প্রণয়ধর্মী চলচ্চিত্র পরিচালনার জন্য পরিচিত। তিনি মান্নার সঙ্গে ২২টি, ডিপজলের সাথে ২১টি এবং আব্দুল্লাহ জহির বাবুর সঙ্গে ৪৬টি চলচ্চিত্রে কাজ করেছেন।

বীর মুক্তিযোদ্ধা মনতাজুর রহমান আকবর পরিচালিত বেশিভাগ চলচ্চিত্র বানিজ্যিক ভাবে সফল হয়েছে। মনতাজুর রহমান আকবর পরিচালিত প্রযোজিত সব ছবির স্ক্রিপ্ট তিনি তাঁর বগুড়ার জয়পুর হাটে পৈতৃক বাড়ীতে নিয়ে রেখেছিলেন। বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ফিল্ম অফিসার মো. ফখরুল আলম তাঁর সাথে দীর্ঘদিন থেকে যোগাযোগ করেন স্ক্রিপ্ট গুলো ফিল্ম আর্কাইভে দান করার জন্য।

মনতাজুর রহমান আকবর জয়পুর হাটের তাঁর বাড়ী থেকে স্ক্রিপ্ট গুলো ঢাকায় নিয়ে আসেন তাঁর বাসায়। ২৮ শে মার্চ বাংলাদেশ ফিল্ম আর্কাইভের ফিল্ম অফিসার চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবরের মগবাজারের বাসা থেকে মোট ৫১ টি চলচ্চিত্রের একাধিক কপি সহ ৬১ টি স্ক্রিপ্ট সংগ্রহ করে নিয়ে আসেন সংরক্ষণের জন্য।

স্ক্রিপ্ট গুলো বাংলাদেশ ফিল্ম আর্কাইভে সংরক্ষিত থাকবে। এই গুলো হারিয়ে যাবে না বা নষ্ট হবে না। ভবিষ্যৎ প্রজন্মের নির্মাতারা বানিজ্যিক ছবি নির্মানের ক্ষেত্রে এই স্ক্রিপ্ট গুলো তাদের কাজে লাগবে।

যেকোনো ধরনের চলচ্চিত্র নির্মানের ক্ষেত্রে পরিচালক যে স্ক্রিপ্ট তৈরি করেন তা অতি গুরুত্বপূর্ণ। স্ক্রিপ্ট/চিত্রনাট্যের উপর নির্ভর করে চলচ্চিত্রের বাজেট, শিল্পী ও কলাকুশলীসহ নানা ধরনের টেকনিক্যাল কাজ গুলোর। আমাদের দেশের বানিজ্যিক সফল চলচ্চিত্র পরিচালক প্রযোজক মনতাজুর রহমান আকবর পরিচালিত অর্ধশতাধিকের বেশি চলচ্চিত্র এরই মধ্যে মুক্তি পেয়েছে।

মনতাজুর রহমান আকবর ১৯৭৩ থেকে ১৯৭৮ সাল পর্যন্ত বিভিন্ন মঞ্চদলের নাটকে নির্দেশনা দেন। কলেজ জীবনের এই সময়ে মঞ্চ-নাট্য পরিচালক হিসেবে কাজ করেন। তিনি এসময় আক্কেলপুর আদর্শ ক্লাব, আক্কেলপুর এমআর কলেজ ক্লাব, চান্তারা ক্লাবের হয়ে অনেকগুলো নাটক পরিচালনা করেন, যেগুলো মধ্যে মালার প্রেম, নবাব সিরাজ-উদ-দৌলা অন্যতম।

আকবর সহকারী পরিচালক হিসাবে তার কর্মজীবন শুরু করেন। তিনি ১৯৮০ সালে পরিচালক আজিজুর রহমানের সহকারী হিসেবে ছুটির ঘণ্টা চলচ্চিত্রে প্রথম কাজ করেন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news