আজ অভিনেতা ফারুক আহমেদে'র জন্মদিন

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৫ মার্চ, ২০২২, ২ years আগে

আজ অভিনেতা ফারুক আহমেদে'র জন্মদিন

ফারুক আহমেদ বাংলাদেশের একজন খ্যাতিমান নাট্যকার এবং অভিনেতা। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ভূগোল ও পরিবেশ বিষয়ে পড়াকালীন সময়ে মঞ্চে অভিনয় দিয়ে অভিনয় জীবন শুরু করেন। তিনি বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত বারো রকম মানুষ নাটকে রসিক লাল নামের এক নেতিবাচক চরিত্রে অভিনয়ের মাধ্যমে সারাদেশে পরিচিতি লাভ করেন। তিনি জনপ্রিয় নাট্যকার ও লেখক হুমায়ূন আহমেদের নাটকের নিয়মিত মুখ ছিলেন।

ফারুক আহমেদ ১৯৮৩ সালে ঢাকা থিয়েটারের সঙ্গে যুক্ত হন। সেখানে তিনি হুমায়ূন ফরীদি, আফজাল হোসেন, সুবর্ণা মুস্তাফা, শিমুল ইউসুফ, রাইসুল ইসলাম আসাদ, আহমেদ রুবেল ও লিটু আনামের মতো অভিনেতাদের সাথে কাজ করেছেন। প্রায় ২৫ বছর সময়ের মতো তিনি থিয়েটারের সাথে যুক্ত ছিলেন। থিয়েটারে থাকাকালীন কীর্তনখোলা, প্রাচ্য, কেরামত মণ্ডল, চক্র ও যৈবতী কন্যার মতো নাটকে অভিনয়ের মাধ্যমে তিনি উল্লেখযোগ্যভাবে আলোচিত হন।

বিশ্ববিদ্যালয় থেকে পাশ করার পর ফারুক আহমেদ কিছুদিনের জন্য ব্র্যাকসহ বিভিন্ন এনজিওতে যুক্ত ছিলেন।

ইমদাদুল হক মিলনের টিভি নাটক বড় রকমের মানুষ-এ রসিকলাল চরিত্রে অভিনয় করে তিনি প্রথম নজর কাড়েন। এর কিছুদিন পরই তিনি হুমায়ূন আহমেদের নজরে আসেন এবং অভিনয় করেন তার পরিচালিত অচিন বৃক্ষ নাটকে। এরপর তিনি স্বাধীন খসরু ও ডা. এজাজুল ইসলামের সাথে তারা তিন জন নামে হুমায়ূন আহমেদের ব্যপক জনপ্রিয় ধারাবাহিক নাটকে অভিনয় করেন।

অভিনয় ছাড়া ফারুক আহমেদ লেখালেখিও করেন। কাল সাপের দংশন, উচ্চ বংশ পাত্র চাই, ডিগবাজি, দুই বাসিন্দা ও পানি পড়াসহ বেশ কিছু নাটকের চিত্রনাট্য লিখেছেন এবং বদরাগী বদরুল ও হাউ মাউ খাও নামে দুটি নাটক পরিচালনাও করেছেন। প্রধানত নাট্য অভিনেতা হিসাবে পরিচিত হলেও তিনি কয়েকটি চলচ্চিত্রেও অভিনয় করেছেন।

আজ এই অভিনেতা জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news