শুভ জন্মদিন সংগীতশিল্পী আসিফ আকবর

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৫ মার্চ, ২০২২, ২ years আগে

শুভ জন্মদিন সংগীতশিল্পী আসিফ আকবর

বাংলাদেশের জনপ্রিয় সঙ্গীত তারকা আসিফ আকবর। তাকে ভালোবেসে শ্রোতা-ভক্তরা গানের যুবরাজ বলেও সম্মানিত করে থাকেন। ১৯৭২ সালের এই দিনে জন্ম নেয়া এই গানের আইকন আজ ৫০ বছরে পা দিলেন। আজকের সুন্দর এই দিনটাতে আসিফের কাছের মানুষরা তাকে শুভেচ্ছা জানাচ্ছেন নানাভাবে। বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভক্তদের অন্যরকম ভালোবাসায় সিক্ত হয়েছেন আসিফ। সবচাইতে মজার ব্যাপারটি হলো, জন্মদিনে নিজেই নিজেকে শুভেচ্ছা জানিয়েছেন আসিফ।

আসিফ আকবর বাংলাদেশের একজন জনপ্রিয় পপ-ধারার সঙ্গীত শিল্পী ও অভিনেতা। ২০০১ সালে প্রকাশিত তার প্রথম সঙ্গীত এ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় এর মাধ্যমে ব্যাপক পরিচিতি ও জনপ্রিয়তা লাভ করেন। চলচ্চিত্রে তার গাওয়া প্রথম গান 'আমারই ভাগ্যে তোমারই নাম' (চলচ্চিত্র: রাজা নাম্বার ওয়ান, মুক্তি প্রাপ্ত: ১৯৯৮ সাল)। ২০১৯ সালে 'গহীনের গান' চলচ্চিত্রের মাধ্যমে আসিফ এখন অভিনেতা হিসেবে আত্মপ্রকাশ করেন।

বাংলা সঙ্গীতের যুবরাজ আসিফ আকবরের জন্মদিন আজ। পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে জনপ্রিয় এই শিল্পীকে শুভেচ্ছা। ১৯৭২ সালের ২৫ মার্চ জন্মগ্রহণ করেন তিনি। তাঁর পিতার নাম আলী আকবর। পাঁচ ভাই ও দুই বোনের মধ্যে তিনি ষষ্ঠ। তাঁর স্ত্রীর নাম সালমা আসিফ মিতু। এ দম্পতির দুই সন্তান। তারা হলেন রণ এবং রুদ্র।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news