'বীর' সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মিশা সওদাগর

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৫ মার্চ, ২০২২, ২ years আগে

'বীর' সিনেমায় জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন মিশা সওদাগর

চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ মার্চ) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন। তার পক্ষ থেকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

এবার ‘বীর’ সিনেমা দিয়ে সেরা খল অভিনেতার পুরস্কার পাচ্ছেন নন্দিত অভিনেতা মিশা সওদাগর। ১২টা ১৮ মিনিটে মঞ্চে আসেন মিশা সওদাগর। এসময় তাকে সাদা পাজামা-পাঞ্জাবীর সঙ্গে মুজিবকোট পরতে দেখা যায়। অনুষ্ঠানের মধ্যমণি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সবার উদ্দেশ্যে হাসিমুখে স্যালুট দিতে দিতে মঞ্চে প্রবেশ করেন এই অভিনেতা।

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও বিশেষ অতিথি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনুর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন মিশা সওদাগর। এবার অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন নায়ক ফেরদৌস ও পূর্ণিমা।

মিশা সওদাগর বলেন, এর আগেও আমি একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছি। তবে এই পুরস্কারটি আমার জন্য স্পেশাল। কারণ এটা আমি পেয়েছি কাজী হায়াৎ সাহেবের ছবিতে অভিনয় করে। উনার জন্য অনেক শ্রদ্ধা রইলো।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news