প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইমরান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৪ মার্চ, ২০২২, ২ years আগে

প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন ইমরান

ইমরান মাহমুদুল হচ্ছেন একজন বাংলাদেশী গীতিকার ও নেপথ্য গায়ক, যিনি অনেকগুলো ভিন্ন অ্যালবাম ও চলচ্চিত্রের জন্য গান পরিবেশন করেছেন। ২০০৮-এ সাবিনা ইয়াসমিনের সঙ্গে "ভালবাসার লাল গোলাপ" চলচ্চিত্রে গান গাওয়ার মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন।

চলচ্চিত্র শিল্পে বিশেষ অবদানের জন্য সর্বোচ্চ স্বীকৃতিস্বরূপ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ প্রদান করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার (২৩ মার্চ) প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ২০২০ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করেন। তার পক্ষ থেকে তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল প্রথমবারের মতো পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। পুরুষ্কার পাওয়ার পর নিজের ফেসবুকে একটি পোষ্টের মাধ্যমে ইমরান তার অনুভূতি শেয়ার করে বলেন , আলহামদুলিল্লাহ “তুই কি আমার হবিরে” গানটির জন্ জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২০ এর” শ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী এবং শ্রেষ্ঠ সুরকার “হিসেবে আজ পুরস্কারটি গ্রহণ করলাম। জীবনের সবচেয়ে স্মরনীয় দিন হয়ে থাকবে এই দিনটি ।প্রথমবারের মতো জাতীয় চলচ্চিত্র পুরস্কার তাও একসাথে দুটি ।সত্যি অনেক সৌভাগ্যবান আমি । সবই আপনাদের কৃতিত্ব -ভালোবাসা , আমার মা-বাবা ,পরিবার ও বন্ধু-বান্ধবদের দোয়া এবং মহান আল্লাহ তায়ালার রহমত।

এছাড়াও তিনি বসগিরি (২০১৬) চলচ্চিত্রের "দিল দিল দিল", পোড়ামন ২ (২০১৮) চলচ্চিত্রের "ওহে শ্যাম", এবং বিশ্বসুন্দরী (২০১৯) চলচ্চিত্রের "তুই কি আমার হবি রে" গানের জন্য শ্রেষ্ঠ গায়ক বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার অর্জন করেন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news