নাটকে গান গাইলেন মৌসুমী আক্তার সালমা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২২ মার্চ, ২০২২, ২ years আগে

নাটকে গান গাইলেন মৌসুমী আক্তার সালমা

সালমা আক্তার হলেন একজন বাংলাদেশী সঙ্গীত শিল্পী। তিনি বাংলাদেশী টেলিভিশন চ্যানেল এনটিভিতে প্রচারিত সঙ্গীত বিষয়ক প্রতিযোগিতা ক্লোজআপ - তোমাকেই খুঁজছে বাংলাদেশ-এর দ্বিতীয় সিরিজের বিজয়ী। সালমা বাংলাদেশের ঐতিহ্যগত লোক গীতি গাইতে পছন্দ করেন।

এবার নাটকে গান গাইলেন কণ্ঠশিল্পী মৌসুমী আক্তার সালমা। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘মরণের পরে’ নাটকের টাইটেল গানে কণ্ঠ দিয়েছেন তিনি।

গানটির কথা লিখেছেন জনি হক। সুর ও সংগীত পরিচালনা করেছেন নাভেদ পারভেজ। সোমবার (১৪ মার্চ) রাতে ঢাকার নিকেতনে ক্রাউন এন্টারটেইনমেন্ট স্টুডিওতে গানটির রেকর্ডিং সম্পন্ন হয়েছে।

মরণের পরে’ শিরোনামের গানটি গেয়ে সালমা বেশ তৃপ্ত। তার অনুভূতিতে, ‘গানটি আমার নিজেরই খুব ভালো লেগেছে। এককথায় হৃদয় ছুঁয়ে যাওয়ার মতো। এর রেশ শ্রোতাদের মনে অনেক বছর ধরে থেকে যাবে বলে আমার বিশ্বাস।

শিগগিরই সিনেমাওয়ালার ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে ‘মরণের পরে’। এরপর ইউটিউবে সিনেমাওয়ালা মিউজিক চ্যানেলে আসবে গানটির ভিডিও।

কুষ্টিয়ার দৌলতপুরের তারাগুনিয়া গ্ৰামে জন্মগ্ৰহণ করেন। সাধারণভাবে তিনি ফকির লালন শাহের গান গাইতে পছন্দ করেন। তার গান নিয়ে আনুষ্ঠানিক কোনো শিক্ষা ছিল না। সালমা লালন শাহকে তার অনুপ্রেরণা হিসেবে নিয়েছিলেন।

ক্লোজআপ ওয়ান প্রতিযোগিতার একজন বিচারক আহমেদ ইমতিয়াজ বুলবুল তাকে নিয়ে বলেন "সে ছিল আসলেই একজন প্রাকৃতিক গায়িকা। আমি সব সময় তার কন্ঠে বাংলাদেশের গন্ধ পাই। আমি কিছুতেই অবাক হইনি তার প্রথম পুরস্কার পাওয়ার পর।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news