বানরের কামড়ে আহত হয়ে হাসপাতালে তমা মির্জা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৮ মার্চ, ২০২২, ২ years আগে

বানরের কামড়ে আহত হয়ে হাসপাতালে তমা মির্জা

তমা মির্জা একজন বাংলাদেশী অভিনেত্রী। এম বি মানিকের বলো না তুমি আমার চলচ্চিত্রের মাধ্যমে ২০১০ সালে তমা চলচ্চিত্রে অভিষিক্ত হন। বেশ কিছু চলচ্চিত্রে পার্শ্বনায়িকা হিসেবে অভিনয় করেন। অনন্ত হীরা পরিচালিত ‘ও আমার দেশের মাটি’ চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করে আলোচিত হন তিনি।

বানরের কামড়ে আহত হয়েছেন অভিনেত্রী তমা মির্জা।বুধবার ১৬ মার্চ দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় একটি নাটকের শুটিংয়ে এ দুর্ঘটনা ঘটে। দ্রুত তাকে পাশের হাসপাতালে নিয়ে যাওয়া হলে নায়িকা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন ডাক্তাররা।

তমা মির্জা বলেন, বানরের খেলা দেখানোর দৃশ্যধারণ চলছিল। আমি পুরোপুরি চরিত্রের মধ্যে ছিলাম, শটের এক্সপ্রেশন দিচ্ছিলাম। হঠাৎ বানরটি আমার বা হাতে কামড়ে দেয়। ডাক্তার জানিয়েছেন, চিন্তার কিছু নেই। বানর কামড়ালে কোনো সমস্যা হয় না। ব্যান্ডেজ করে দিয়েছেন আর কিছু ওষুধ দিয়েছেন। তবে হাতে এখনো জ্বালাপোড়া ও ব্যথা অনুভব করছি।

জানা গেছে, এ ঘটনার পর নাটকটির দৃশ্যধারণ সাময়িকভাবে বন্ধ ছিল। তবে বেশি অপেক্ষা করতে হয়নি, তমাকে ডাক্তার দেখানো শেষে পুনরায় শুটিং শুরু হয়েছে। ‘নিখোঁজ সংবাদ’ শিরোনামের নাটকটি আসছে ঈদুল ফিতরের জন্য নির্মিত হচ্ছে।

২০১৫ সালে শাহনেওয়াজ কাকলী পরিচালিত ‘নদীজন’ চলচ্চিত্রে পার্শ্বচরিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন তিনি। এছাড়াও তিনি শাহাদাৎ হোসেন লিটনের ‘অহংকার’, দেবাশীষ বিশ্বাসের ‘চল পালাই’, রয়েল খানের ‘গেইম রিটার্নস’ ও মারিয়া তুষারের ‘গ্রাস’, সাদাত হোসাইনের গহীনের গান চলচ্চিত্রে উল্লেখযোগ্য ভূমিকায় অভিনয় করেছেন। অভিনয়ের পাশাপাশি বিজ্ঞাপন ও নাটকেও অভিনয় করেন তিনি।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news