শুভ জন্মদিন অভিনেতা জামিলুর রহমান শাখা

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৭ মার্চ, ২০২২, ২ years আগে

শুভ জন্মদিন অভিনেতা জামিলুর রহমান শাখা

জামিলুর রহমান শাখা একজন বাংলাদেশী অভিনেতা। তিনি বাংলাদেশের চলচ্চিত্রে অভিনয়ের জন্য বেশি পরিচিতি লাভ করেন। তার অভিনীত টেলিভিশন নাটকের সংখ্যা প্রায় দুইশত এবং চলচ্চিত্রের সংখ্যা ছয় শতাধিক। বাংলাদেশের চলচ্চিত্র ছাড়াও চিটাগং দারনিয়েরে এস্কালে অনু. শেষ গন্তব্য চট্টগ্রাম শিরোনামে একটি ফ্রান্সের চলচ্চিত্রে অভিনয় করেছিলেন। বাংলা চলচ্চিত্রে তিনি মূলত প্বার্শচরিত্রসমূহে অভিনয়ের জন্য জনপ্রিয়।

জামিলুর রহমান শাখা ১৯৬২ সালে খসরু নোমানের পরিচালনায় ‘এই তো জীবন’ শিরোনামের মঞ্চনাটক দিয়ে অভিনয় জগতে পদার্পণ করেন। ১৯৬৬ সাল হতে তিনি টেলিভিশনের নাটকে অভিনয় শুরু করেন। অভিনয় জীবনে প্রায় দুইশ টেলিভিশন নাটকে অভিনয়ের পাশাপাশি বেতারের শ্রুতি নাটকেও কন্ঠ দিয়েছেন।পরিচালক সফদার আলী ভুঁইয়ার মাধ্যমে তার বাংলা চলচ্চিত্রে অভিষেক ঘটে। সফদার আলীর নির্দেশনায় ১৯৭০ সালের চলচ্চিত্র ‘রাজমুকুট’ দিয়ে চলচ্চিত্রে অভিনয় শুরু করেন। বেশিরভাগ চলচ্চিত্রে প্বার্শচরিত্র রূপদান করলেও 'রাজধানী' চলচ্চিত্রে তিনি খলনায়কের ভূমিকায় কাজ করেছেন।[ বাংলা চলচ্চিত্র ছাড়াও ২০০০ সালে তিনি ফ্রান্সের চলচ্চিত্র চিটাগং দারনিয়েরে এস্কালে-তে অভিনয় করেছেন।

জামিলুর রহমান শাখা ১৯৪২ সালের ১৭ মার্চে বৃটিশ ভারতের ঢাকায় জন্মগ্রহণ করেন।বর্তমানে তিনি বাংলাদেশের ঢাকা জেলার দোহারে থাকেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা ও এক পুত্রের জনক।

আজ এই অভিনেতা জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news