আদালতের আদেশ জায়েদ-নিপুণকে কঠোরভাবে পালন করার নির্দেশ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৫ মার্চ, ২০২২, ২ years আগে

আদালতের আদেশ জায়েদ-নিপুণকে কঠোরভাবে পালন করার নির্দেশ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালনের বিষয়ে আপিল বিভাগের চেম্বার আদালতের দেওয়া স্থিতাবস্থার আদেশ নিপুণ আক্তার ও জায়েদ খানকে কঠোরভাবে পালন করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

সোমবার (১৪ মার্চ) প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বিভাগ আদালতের আদেশ অমান্যের অভিযোগে নিপুণ আক্তারে বিরুদ্ধে জায়েদ খানের করা আদালত অবমাননার আবেদনের শুনানি নিয়ে এ আদেশ দেন।

নিপুণ আক্তারের আবেদনে গত ৬ মার্চ হাইকোর্টের রায় স্থগিত করে স্থিতাবস্থা দেন চেম্বার আদালত। এরপর নিপুণ আক্তার সমিতির চেয়ারে বসলে তার বিরুদ্ধে আদালত অবমাননার আবেদন করেন জায়েদ খান। আজ সোমবার সে আবেদনের শুনানির পর তা চার সপ্তাহের জন্য মুলতবি রেখে এ আদেশ দেন প্রধান বিচারপতির নেতৃত্বাধীন তিন বিচারপতির আপিল বেঞ্চ।

জায়েদ খানের পক্ষে শুনানি করেন আইনজীবী আহসানুল করীম ও নাহিদ সুলতানা যুথী। নিপুণ আক্তারের পক্ষে ছিলেন আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news