চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান আর নেই

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১৫ মার্চ, ২০২২, ২ years আগে

চলচ্চিত্র পরিচালক আজিজুর রহমান আর নেই

ছুটির ঘণ্টা’সহ অসংখ্য সফল ছবির পরিচালক এবং বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির আজীবন সদস্য আজিজুর রহমান আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। কানাডার টরেন্টোর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বর্ষীয়ান এই চিত্র নির্মাতা মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

সোমবার (১৪ মার্চ) রাত ১১টায় আজিজুর রহমান মারা গেছেন বলে জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক মনতাজুর রহমান আকবর। এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘আমার ওস্তাদ চলচ্চিত্রের পিতা শ্রদ্ধেয় আজিজুর রহমান আর নেই। রাত ১১টায় কানাডাতে ইন্তেকাল করেছেন।’ এছাড়াও আজিজুর রহমানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি সোহানুর রহমান সোহান।

প্রায় দুই বছর ধরে কানাডার টরেন্টোতে ছেলে-মেয়ের সঙ্গে বসবাস করছিলেন আজিজুর রহমান। বার্ধক্যজনিত নানা সমস্যায় ভুগছিলেন তিনি। গত বছর গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

আজিজুর রহমান ১৯৩৯ সালের ১০ অক্টোবর শান্তাহারে জন্মগ্রহণ করেন। স্থানীয় আহসানুল্লাহ ইন্সটিটিউট থেকে তিনি এসএসসি, ঢাকা সিটি কলেজ থেকে এইচএসসি এবং ঢাকা আর্টস কলেজ চারুকলা ইন্সটিটিউট থেকে কমার্সিয়াল আর্টে ডিপ্লোমা করেন। ১৯৫৮ সালে এহতেশামের 'এ দেশ তোমার আমার' ছবির সহকারী পরিচালক হিসেবে চলচ্চিত্রে কাজ শুরু করেন। তাঁর পরিচালনার প্রথম ছবি, ড. আশরাফ সিদ্দিকীর গল্প অবলম্বনে 'সাইফুল মুলক বদিউজ্জামাল' মুক্তি পায় ১৯৬৭ সালে। এরপর তিনি অর্ধশত'র বেশি চলচ্চিত্র নির্মাণ করেছেন। একজন মেধাবী ও কুশলী নির্মাতা হিসেবে তিনি খ্যাত ছিলেন। আজিজুর রহমানের মৃত্যুতে যেন বাংলাদেশের চলচ্চিত্রে, একটি অধ্যায়ের যবনিকাপাত ঘটলো। মহান আল্লাহ যেন তাঁকে বেহেশত নসীব করেন।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news