রোজী ফিল্মস থেকে নাটক নির্মাণ করবেন মালেক আফসারী

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১২ মার্চ, ২০২২, ২ years আগে

রোজী ফিল্মস থেকে নাটক নির্মাণ করবেন মালেক আফসারী

ঢাকাই সিনেমার ‘মাস্টার মেকার’খ্যাত নির্মাতা মালেক আফসারী। ১৯৮০ সালে ‘বিনি সুতোর মালা’ সিনেমায় কাজ করার মাধ্যমে পরিচয় হয় রোজী ও মালেক আফসারীর।

ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রোজী আফসারীর প্রযোজনা প্রতিষ্ঠান রোজী ফিল্মস নতুন করে চালু করলেন তার স্বামী নির্মাতা মালেক আফসারী। এ প্রতিষ্ঠান থেকে টিভি নাটক নির্মাণ করবেন বলে জানিয়েছেন তিনি। আগামী বছর এই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে ছবি নির্মাণের কথাও ভাবছেন আফসারী।

তিনি বলেন, রোজীর ধ্যান-জ্ঞান ছিল চলচ্চিত্র নিয়ে। আমিও সেটার বাইরে নয়। রোজীর প্রযোজনা প্রতিষ্ঠান চালু করার পেছনে অনেকগুলো কারণ আছে। এক, এই প্রতিষ্ঠান থেকে নির্মিত ছবিগুলো সুপারহিট। দ্বিতীয়ত, এই প্রযোজনা প্রতিষ্ঠানের কর্মকাণ্ড চলতে থাকলে আমার কাছে মনে হবে রোজী আমার সঙ্গেই আছে।

৪০ বছর ধরে প্রায় সাড়ে ৩০০ সিনেমায় কাজ করেন রোজী আফসারী। তার উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে ‘সূর্য গ্রহণ’, ‘সূর্য সংগ্রাম’, ‘জীবন থেকে নেওয়া’, ‘তিতাস একটি নদীর নাম’, ‘ওরা ১১ জন’, ‘লাঠিয়াল’, ‘এতটুকু আশা’, ‘নীল আকাশের নিচে’, ‘অশিক্ষিত’, ‘প্রতিকার’ ইত্যাদি। এ ছাড়া পাকিস্তানের ‘জাগো হুয়া সাবেরা’, ‘পুনম কি রাত’সহ ২৫টি উর্দু ছবিতে অভিনয় করেছেন তিনি। তার সর্বশেষ অভিনীত ছবি ‘পরম প্রিয়’ মুক্তি পায় ২০০৫ সালে।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news