শুক্রবার দেশের ২০ টি হলে পরীমণি-রাজের 'গুণিন' মুক্তি পাবে

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১১ মার্চ, ২০২২, ২ years আগে

শুক্রবার দেশের ২০ টি হলে পরীমণি-রাজের 'গুণিন' মুক্তি পাবে

মুক্তি পাচ্ছে শরিফুল রাজ ও পরীমনি জুটির প্রথম ছবি ‘গুণিন’। ১১ মার্চ জনপ্রিয় নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত শুক্রবার দেশের ২০ টি সিনেমাহলে মুক্তি পাবে আমাদের চলচ্চিত্র "গুণিন"হল লিস্ট দেয়া হলো

  • ১। স্টার সিনেপ্লেক্স বসুন্ধরা (পান্থপথ, ঢাকা)
  • ২। স্টার সিনেপ্লেক্স সীমান্ত সম্ভার (ঝিগাতলা, ঢাকা)
  • ৩। স্টার সিনেপ্লেক্স এস কে এস টাওয়ার (মহাখালী)
  • ৪। স্টার সিনেপ্লেক্স সনি স্কয়ার (মিরপুর-১, ঢাকা)
  • ৫। ব্লকবাস্টার সিনেমাস (যমুনা ফিউচার পার্ক, ঢাকা)
  • ৬। মধুমিতা (মতিঝিল, ঢাকা)
  • ৭। চিত্রামহল (ইংলিশ রোড, ঢাকা)
  • ৮। শ্যামলী (শ্যামলী, ঢাকা)
  • ৯। আনন্দ (ফার্মগেট, ঢাকা)
  • ১০। বি জি বি (আজিমপুর, ঢাকা)
  • ১১। গীত (যাত্রাবাড়ী, ঢাকা)
  • ১২। সুগন্ধা (চট্টগ্রাম)
  • ১৩। মধুবন (বগুড়া)
  • ১৪। রূপকথা (পাবনা)
  • ১৫। সঙ্গীতা (খুলনা)
  • ১৬। লিবার্টি (খুলনা)
  • ১৭। মডার্ন (দিনাজপুর)
  • ১৮। সিলভার স্ক্রিন (চট্টগ্রাম)
  • ১৯। চাঁদমহল (কাঁচপুর)
  • ২০। সিনেস্কোপ (চাষাড়া, নারায়ণগঞ্জ)।
সিনেমাটি নির্মাণ করা হয়েছে কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ‘গুণিন’ নামের গল্প অবলম্বনে। যার সম্পর্কে বলা হচ্ছে, অলৌকিক ঘটনায় ঘেরা আদিম এক সমাজের অন্যরকম ভালোবাসার গল্প।

ছবির নাম চরিত্রে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম। রাজ-পরী ছাড়াও আছেন দিলারা জামান, ইরেশ যাকের, মোস্তফা মনওয়ার, শিল্পী সরকার অপু, বীথি রানী সরকার, শাহরিয়ার অপু, নাসির উদ্দিন খান, ঝুনা চৌধুরীসহ অনেকে।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news