চলচ্চিত্র নির্মাতা এম এন ইস্পাহানী'র জন্মদিন আজ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৮ মার্চ, ২০২২, ২ years আগে

চলচ্চিত্র নির্মাতা এম এন ইস্পাহানী'র জন্মদিন আজ

এম এন ইস্পাহানীএকজন চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক। আরিফ জাহানের সাথে যৌথভাবে প্রযোজনা পরিচালনা করেন বলে এই যুগলকে ইস্পাহানী আরিফ জাহান নামে এক ব্যক্তি হিসেবে ভুল করে বেশীরভাগ মানুষ। পরিচালক দেলোয়ার জাহান ঝন্টুর সহকারী হিসেবে যাত্রা শুরু করেছিলেন ইস্পাহানী। বলা যায়, ঝন্টুই এই যুগল পরিচালককে হাতে গড়েছিলেন।

১৯৯৪ সালে ‘বিদ্রোহী বধূ’ চলচ্চিত্রের মাধ্যমে ইস্পাহানী এবং আরিফ জাহান চলচ্চিত্র পরিচালনা শুরু করেন। বেশ কিছু হিট চলচ্চিত্র নির্মান করার পর এই যুগল চলচ্চিত্র প্রযোজনা শুরু করেন। তাদের প্রযোজনা সংস্থার নাম দিগন্ত চলচ্চিত্র। সাফি উদ্দিন সাফি-ইকবাল এবং শাহিন-সুমন চলচ্চিত্র পরিচালক জুটি এই জুটির সহযোগিতায় চলচ্চিত্রে প্রতিষ্ঠা লাভ করে।

পরবর্তীতে তারা চলচ্চিত্র প্রযোজনা শুরু করে, তাদের প্রযোজিত প্রথম চলচ্চিত্র ২০০১ সালে মুক্তিপ্রাপ্ত শাকিব খান ও শাবনূর অভিনীত গোলাম। এরপর তারা একটি চলচ্চিত্র পরিচালনা ও ১৪টি চলচ্চিত্র প্রযোজনা করেন। তাদের পরিবেশিত ব্যবসায়িকভাবে সফল চলচ্চিত্রগুলোর মধ্যে পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী, পূর্ণদৈর্ঘ্য প্রেম কাহিনী ২, ওয়ার্নিং ও ফাঁদ - দ্য ট্র্যাপ অন্যতম।

আজ চলচ্চিত্র নির্মাতা এম এন ইস্পাহানী জন্মদিনে পত্রিকা একাত্তর এর পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা রইলো।

পত্রিকা একাত্তর/ মোঃ মাসুদ পারভেজ রানা​​​​​​​

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news