পরিচালক এফ আই মানিকে মামলা হুমকি দিয়েছে শাকিব খান

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৮ ডিসেম্বর, ২০২১, ২ years আগে

পরিচালক এফ আই মানিকে মামলা হুমকি দিয়েছে শাকিব খান

ই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান ১৯৯৯ সালে প্রথম চুক্তিবদ্ধ হন সবাইতো সুখী হতে চায় চলচ্চিত্রে, আফতাব খান টুলু পরিচালিত এ চলচ্চিত্রের মাধ্যমে তিনি প্রথম ক্যামেরার সামনে দাঁড়িয়ে ছিলেন। এতে তার বিপরীতে ছিল আরেক নবাগতা কারিশমা শেখ। শাকিব খান অভিনীত মুক্তিপ্রাপ্ত প্রথম চলচ্চিত্র সোহানুর রহমান সোহান পরিচালিত অনন্ত ভালবাসা, যা ১৯৯৯ সালের ২৮ মে মুক্তি পায়।

সম্প্রতি ঢালিউডের গুনি নির্মাতা এফ আই মানিক ‘স্টােরি অব শাকিব খান’ নামক একটি চলচ্চিত্র নির্মাণের ঘোষণা দিয়েছেন।

অন্যদিকে ঢাকাই চলচ্চিত্রের একজন গুণি নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টু শাকিবকে নিয়ে অপমানজনক কথা বলেছেন। এসব নিয়ে বেজায় চটেছেন সুপারস্টার নায়ক শাকিব খান। তিনি মামলা করবেন বলেও হুমকি দিয়েছেন। সিনে খবর নামের একটি ই-মেইল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

সাম্প্রতিক বিষয়গুলো নিয়ে শাকিব খান বলেন, আমি উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি বেশ কিছুদিন ধরে আমার দেশে না থাকার সুযোগে চলচ্চিত্রজগতের কেউ কেউ আমাকে নিয়ে অনাকাক্সিক্ষতভাবে মিডিয়ায় বিভ্রান্তিমূলক কথাবার্তা ছড়াচ্ছেন।

নির্মাতা এফ আই মানিক ঘোষণা দিয়েছেন আমার বায়োপিক নির্মাণ করবেন। অথচ এ বিষয়ে আমি কিছুই জানি না। কারও বায়োপিক নির্মাণ করতে গেলে তার অনুমতি নিতে হয়। এফ আই মানিক কী আমার অনুমতি নিয়েছেন? এটি দেশের মানুষের কাছে আমার ইমেজ নষ্ট করার ষড়যন্ত্র নয় কি? এ ধরনের ষড়যন্ত্র আর মেনে নেওয়া যায় না। দেশীয় চলচ্চিত্রের কারও বায়োপিক যদি নির্মাণ করতে হয় তাহলে নায়করাজ রাজ্জাক, আলমগীর, ফারুক, সোহেল রানা, ববিতা, শাবানা, কবরীদের মতো কিংবদন্তি শিল্পীদের নির্মাণ করা উচিত।

আমাকে নিয়ে কেন? আমি এ ব্যাপারে সতর্ক করে দিয়ে বলতে চাই যারা আমাকে নিয়ে ষড়যন্ত্রের জাল বিছাতে চাইবে তাদের বিরুদ্ধে আমি আইনি ব্যবস্থা নেব। মানহানি ও সাইবার ক্রাইম অ্যাক্টে মামলা করব।

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news