এবার সুপ্রিম কোর্টে আপিল করবেন নায়িকা নিপুণ

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

৩ মার্চ, ২০২২, ২ years আগে

এবার সুপ্রিম কোর্টে আপিল করবেন নায়িকা নিপুণ
নায়িকা নিপুণ

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জায়েদ খানের প্রার্থিতা বৈধ বলে রায় দিয়েছেন হাইকোর্ট। এ বিষয়ে জারি করা রুল যথাযথ ঘোষণা করে বুধবার ২ মার্চ বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। নির্বাচনে সাধারণ সম্পাদক পদ নিয়ে চলমান রুল শুনানিতে অংশ নিতে সকালে হাইকোর্টে আসেন নায়িকা নিপুণ ও নায়ক জায়েদ খান।

এদিকে আদালতের রায়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নায়িকা নিপুণ বলেন, আমি ন্যায় বিচার পাইনি। আদালত আমার তথ্য প্রমাণ দেখেনি, যার ফলে আমি সঠিক বিচার পাইনি। এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করবেন বলেও জানান তিনি। আদালত চত্ত্বরে এ কথা জানিয়ে নিপুণ বলেন, এই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করব, তার আগে সুপ্রিম কোর্টের চেম্বার আদালতে এই রায়কে স্থগিত চেয়ে আবেদন করব।

গত ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন শেষ হয়। ভোর রাতে ফলাফল প্রকাশিত হয়। নির্বাচনে সাধারণ সম্পাদক পদে ১৩ ভোটে জয়ী হন চিত্রনায়ক জায়েদ খান। আপিল করলে পুনরায় ভোট গণনা করা হয়। সেখানেও ফলাফল একই আসে। এরপর পরাজিত প্রার্থী নিপুন আক্তার নির্বাচনের পর জায়েদের বিরুদ্ধে ভোট কেনার অভিযোগ তোলেন। অন্যদিকে জায়েদ বলেন, সব অভিযোগ মিথ্যা।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news