নিপুণ-জায়েদে'র আদালত আদেশের শুনানি বুধবার

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

১ মার্চ, ২০২২, ২ years আগে

নিপুণ-জায়েদে'র আদালত আদেশের শুনানি বুধবার

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চে মঙ্গলবার ০২ মার্চ এই শুনানি শেষে আদালত আদেশের জন্য আগামীকাল বুধবার (৩ মার্চ) দিন ধার্য করেছেন।

নিপুণের আইনজীবী ব্যারিস্টার মো. মোস্তাফিজুর রহমান খান বলেন, আজ মঙ্গলবার আদালতে শুনানি শেষ হয়েছে। আগামী ২ মার্চ (বুধবার) এ বিষয়ে আদেশের জন্য দিন ধার্য করা হয়েছে। তবে আদেশের আগে বুধবার আংশিক শুনানি হতে পারে।

গত ২৮ জানুয়ারি শিল্পী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়। পর দিন প্রাথমিক ফলে জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে জয়ী ঘোষণা করা হয়। পরে নির্বাচনি আপিল বোর্ডের কাছে এ নিয়ে লিখিত অভিযোগ করেন নিপুণ।

২ ফেব্রুয়ারি সমাজসেবা অধিদপ্তর এক চিঠিতে জানায়, আপিল বোর্ড এ বিষয়ে সিদ্ধান্ত নেবে। ৫ ফেব্রুয়ারি আপিল বোর্ড জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে নিপুণকে চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ঘোষণা করে।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news