ফিল্ম ক্লাবের নির্বাচনে সর্বাধিক ভোট পেয়েছে নায়িকা রত্না

বিনোদন ডেস্ক

বিনোদন ডেস্ক

২৮ ফেব্রুয়ারী, ২০২২, ২ years আগে

ফিল্ম ক্লাবের নির্বাচনে সর্বাধিক ভোট পেয়েছে নায়িকা রত্না

রত্না কবির সুইটি হলেন একজন বাংলাদেশি চলচ্চিত্র অভিনেত্রী যিনি চলচ্চিত্রাঙ্গনে রত্না নামে পরিচিত। তিনি অর্ধশতাধিক চলচ্চিত্রে অভিনয় করেছেন। রত্নার বাবা এম এইচ কবির হলেন একজন প্রকৌশলী ও মা হুসনা কবির হলেন একজন সাংবাদিক। ১৯৯৯ সালে সপ্তম শ্রেণীতে পড়াকালীন সময়ে ফেরদৌস আহমেদের বিপরীতে কেন ভালোবাসলাম চলচ্চিত্রের মাধ্যমে তিনি চলচ্চিত্রাঙ্গনে পা রাখেন।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্প সংশ্লিষ্টদের সংগঠন বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেড-এর নির্বাচনে সর্বাধিক ভোট পেয়ে আবারও বিজয়ী হয়েছেন ঢালিউডের চিত্রনায়িকা রত্না কবির। শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ২টা ১০ মিনিটে এফডিসিতে ফিল্ম ক্লাবের নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়। শেষ হয় সন্ধ্যা ৬টা ১০ মিনিটে। এক বছর মেয়াদি এ নির্বাচনে ২৯৮ ভোট পেয়ে আলোচনায় এসেছেন তিনি। গত মেয়াদের নির্বাচনেও রত্না ৩৪৪ সর্বাধিক ভোট পেয়ে কার্যনির্বাহী সদস্য পদে বিজয়ী হয়েছিলেন।

রত্না বলেন, ভীষণ ভালো লাগছে। আমি খুবই আনন্দিত। এই ভালোলাগা বোঝাতে পারব না। এবার নির্বাচন করার ইচ্ছে ছিল না। মনোনয়ন ফরম কেনার একদিনে আগে জানতে পারি নির্বাচনে অংশ নিতে হবে। সবার অনুরোধেই এবার নির্বাচনে অংশ নিই। সবাই আমাকে এতটা ভালোবাসে ধারণা ছিল না।

করোনার কারণে গত মেয়াদে কাজ করতে পারিনি। যার কারণে এবার ভেবেছিলাম ফেল করব। তবে সবাই যেভাবে ভালোবাসা দেখিয়েছি আমি সবার কাছে কৃতজ্ঞ। এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬১৯ জন। তার মধ্যে ৪৫৭ সদস্য ভোট প্রদান করে।

পত্রিকা একাত্তর / মোঃ মাসুদ পারভেজ রানা

ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন

youtube
Patrika71.com
news